আলু ও চিকেন এর ফ্রাইডরাইস

Monira Parvin Moni
Monira Parvin Moni @cook_16758671
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্রাম গুরা চাউল
  2. ৪ টিডিম
  3. ৩০০ গ্রামচিকেন কিউব করা
  4. ২০০ গ্রামআলু কিউব
  5. ৩০০ গ্রাম অন্য অন্য সব সবজিপিয়াজ কিউব করা
  6. পরিমাণ মতো মরিচ কুচি
  7. ১/২ চা চামচগরম মসলা গুঁড়ো
  8. ২ টা তেজ পাতা
  9. ১ টেবিল চামচআদা রসুন বাটা
  10. ১ চা চামচলাল মরিচের গুঁড়ো
  11. ২ টেবিল চামচসয়া সস
  12. ১ চা চামচ টেস্টি সল্ট
  13. ১ চা চামচগোল মরিচ গুঁড়ো
  14. স্বাদ মতোলবন
  15. পরিমান মতোতেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমেে একটা হাড়িতে পানি দিয়ে তার মধ্যে চাল ধুয়ে ছেড়ে দিন যখন ভাতটা আধা সেদ্ধ হয়ে আসবে তখন পানি ঝরিয়ে ঠান্ডা করে ৫;৬ ঘন্টা জন্য নরমাল ফ্রিজে রেখে দিন

  2. 2

    এবার অন্য একটা হাড়িতে তেল দিয়ে তার মধ্যে পিয়াজ কুচি ও সেদ্ধ কর চিকেন দিয়ে ভালো করে ভাজুন

  3. 3

    এবার আলু ও সবজি গুলো দিন এক এক করে অন্য অন্য মসলা গুলো দিয়ে দিন ও দুটো ডিম ভেঙ্গে দিন তার পরে ভালো করে নাড়ুন যাতে হাড়িতে লেগে না যায়

  4. 4

    এবার ঠান্ডা করে রাখা ভাত টা ও দিয়ে দিন তার পরে ভালো করে দারুন ভাতের সাথে যাতে সব মিশে যায়.. তারপর ঢেকে রাখুন আর চুলার আচটা কমিয়ে দিন

  5. 5

    এভাবে প্রায় ১০/১৫ মিনিট চুলায় রেখে তারপর নামিয়ে নিন আর দেখুন কি দারুণ মজার ও সুস্বাদু হয়েছে আলু চিকেনের ফ্রাইড রাইস ।

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

মন্তব্যগুলি

Monira Parvin Moni
Monira Parvin Moni @cook_16758671
আমার রেসেপিটি কেমন হলো জানাবেন প্লিজ

দ্বারা রচিত

Monira Parvin Moni
Monira Parvin Moni @cook_16758671

Similar Recipes