চিকেন বিরিয়ানী

Keya Deb
Keya Deb @cook_16706813

#গার্লস কিচেন

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

2 ঘণ্টা
4 সারভিংস
  1. 500 গ্ৰামবাসমতী চাল
  2. 250 গ্ৰামচিকেন
  3. 6 টুকরোআলু
  4. 4 চামচআদা বাটা
  5. 2 চামচরসুন বাটা
  6. 2 চামচটমাটো বাটা
  7. 5/6 চামচবিরিয়ানী মশলা
  8. 2টো পেঁয়াজ কুচি
  9. 2টো পেঁয়াজ বাটা
  10. 50 গ্ৰামটক দই
  11. পরিমাণ মতোসাদা তেল
  12. 6-7 চামচঘি
  13. 2 চামচগোলাপ জল
  14. 1 চামচকেওড়া জল
  15. 2-3 চামচকেশর দুধে ভিজানো
  16. পরিমাণ মতোজল
  17. 2 টিতেজ পাতা
  18. 1চা চামচআস্ত গরম মশলা
  19. স্বাদ মতোনুন
  20. 1চা চামচলেবুর রস
  21. 1 চা চামচশাহি জীরা
  22. 1চা চামচহলুদ
  23. 1 চা চামচকাশ্মিরী লঙ্কার গুঁড়ো
  24. 1চা চামচকর্ণফ্লাওয়ার

রান্নার নির্দেশ সমূহ

2 ঘণ্টা
  1. 1

    চিকেন ধুয়ে আদা বাটা, রসূন বাটা আরটক দই দিয়ে মাখিয়ে ফ্রীজে রেখে দিন অন্তত ১ ঘণ্টা ।

  2. 2

    বাসমতি চাল ধুয়ে জলে ভিজিয়ে রাখুন আধা ঘণ্টা

  3. 3

    আলু সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিন

  4. 4

    একটা হাড়িতে ভাতটা করার জন্য পরিমাণ মতো জল দিন,ওর মধ্যে দিন তেজপাতা,আস্ত গরম মশলা,শাহি জিরা, লবণ ও রিফাইণ্ড তেল বা ঘী

  5. 5

    জল ফুটে গেলে চাল দিয়ে দিন ।
    চালটা ৮০% হয়ে গেলে একটা চাল দাঁতে কেটৈ দেখুন নরম হয়েছে কিনা,যদি হয় তাহলে নামিয়ে ফ্যান ঝরিয়ে নিন,আর না হলে আর ২/৩ মিনিট ফুটিয়ে নিন

  6. 6

    ফ‍্যান ঝরানো হয়ে গেলে ভাতগুলো একটা ছড়ানো পাত্রে ঢেলে ১ চামচ ঘি / তেল মাখিয়ে পাখার হাওয়ায় ঠাণ্ডা করে নিন

  7. 7

    পেঁয়াজকুচি একটু কর্ণ ফ্লাওয়ার মাখিয়ে বেরেস্তা করে (কর্ণ ফ্লাওয়ার মাখালে মুচমুচে হবে)তুলে রাখুন

  8. 8

    এবার তেলে আবার পেঁয়াজবাটা দিয়ে ভাজুন,ওর মধ্যে আদা বাটা,রসুন বাটা,টমাটো বাটা দিয়ে কষুন

  9. 9

    মশলা থেকে তেল বের হলে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে কষুন

  10. 10

    বিরিয়ানি মশলা দিয়ে দিন মাংসের মদ্ধে স্বাদ মতো নুন দিন,হলুদ ও কাশ্মিরী লঙ্কার গুঁড়ো দিন ।

  11. 11

    কষিয়ে কষিয়ে তেল উঠিয়ে মাংস রান্না করে নিন,হয়ে গেলে নামিয়ে নিন

  12. 12

    যেপাত্রে বিরিয়ানি দমে বসাবেন সেই পাত্রে প্রথমে ঘী বা তেল ভালো করে মাখিয়ে নিন

  13. 13

    প্রথমে ভাত দিন তারপর আলু দিন,তারপর মাংস দিন

  14. 14

    ১ চামচ ঘী ছড়িয়ে দিন,কেশর ভেজানো দুধ 1 চামচ ছড়িয়ে দিন

  15. 15

    ১ চামচ গোলাপ জল দিন১ চামচ ক‍্যাওড়া জল দিনএক ফোঁটা মিঠা আতর দিন

  16. 16

    নুন দিন,,তবে ভাত রান্নার সময় আর মাংস কষার সময় নুন দিয়েছেন,সেটা মাথায় রেখে নুনটা দেবেন

  17. 17

    এভাবে কয়েকটি লেয়ার সাজিয়ে দিন

  18. 18

    সাজানোর শেষে ১ চামচ ঘী ও 1 চামচ বিরিয়ানী মশলা দিয়ে দিন

  19. 19

    পাত্রের ঢাকনা লাগিয়ে আটা মাখা দিয়ে মুখ বন্ধ করে দিন

  20. 20

    গ‍্যাসে একটা পাত্রে জল বসান,জল ফুটলে বিরিয়ানির পাত্রটা বসিয়ে দিন,তারপর আঁচ কমিয়ে দিন

  21. 21

    খেয়াল রাখবেন যে পাত্রে জল ফুটতে দেবেন সেটা যেন বিরিয়ানির পাত্র থেকে ছোটো হয়

  22. 22

    এভাবে দমে দিন ২০ মিনিট

  23. 23

    20 মিনিট বাদে পরিবেশন করুন সহজ চিকেন বিরিয়ানী

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি (7)

মন্তব্যগুলি

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
বেশ সুন্দর হয়েছে। ভালো লাগলো।
আমিও কিছু নতুন চেষ্টা করেছি।দেখার অনুরোধ রইলো। ভাল লাগলে অনুসরণ দেবেন।🐾

দ্বারা রচিত

Keya Deb
Keya Deb @cook_16706813

Similar Recipes