ক্রিপ্সি চিকেন উইংস

Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

#স্বাদেআহ্লাদ
এটি একটি চাইনিজ রান্না, ছোট বড় সবার খুব প্রিয় এটা,যেকোনো পাটি হলে বানাতেপারেন সবাই খুব পছন্দ করবে।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ১৫ টা চিকেন উইংস
  2. ১ কাপ ময়দা
  3. ১ কাপকর্ণ ফ্লাওয়ার
  4. ১চা চামচ আদারসুন বাটা
  5. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  6. স্বাদ অনুযায়ীনুন
  7. ১ চা চামচ লংকা গুঁড়ো
  8. ১/২ চা চামচ সয়া সস
  9. ১ চা চামচ লেবুর রস
  10. ১ চা চামচ রেড চিলিসস
  11. ১ টি ডিম
  12. ১ টা রসুন কুচি
  13. অল্প চিনি
  14. ২০০ গ্রাম তেল ভাজার জন্য
  15. ১ চা চামচ সাদা ভিনিগার
  16. ১ টা পেঁয়াজ কলি কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    চিকেন উইংস কে ভালো করে ধুয়ে নিন

  2. 2

    তারপর ওতে ডিম,লেবুর রস,কর্ণ ফ্লাওয়ার, ময়দা,নুন,সয়াসস, লংকা গুঁড়ো,আদারসুন বাটা, মাখিয়ে ১০ মিনিট ফ্রিজে রেখে দিন

  3. 3

    ফ্রিজ দিয়ে বের করে একটা কড়া তে তেল গরম করে চিকেন গুলো লাল লাল করে ভেজে নিন

  4. 4

    চিকেন ভাজা হয়ে গেলে বের করে রাখুন

  5. 5

    এরপর অন্য একটা প্যানে অল্প তেল দিন,তেল গরম হলে ওতে রসুন কুচি,অল্প আদা বাটা,দিন। তারপর ওতে ১ টেবিল চামচ ভিনিগার দিন,আর ১/২ চামচ চিনি দিয়ে ভালো করে নাড়ুন

  6. 6

    তারপর ভেজে রাখা চিকেন উইংস গুলো দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

  7. 7

    প্লেটে সাজিয়ে উপর দিয়ে পেঁয়াজকলি ছোট ছোট করে কেটে সাজিয়েদিন

  8. 8

    তৈরি ক্রিস্পি চিকেন উইংস

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

Similar Recipes