আন্ডা লবাবদার

Flavors by Soumi
Flavors by Soumi @Soumi_Nag
Kolkata

#ডিম
উত্তর ভারতের একটি সুস্বাদু ডিমের রেসিপি এটি।

আন্ডা লবাবদার

#ডিম
উত্তর ভারতের একটি সুস্বাদু ডিমের রেসিপি এটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৫ জন
  1. ৬ টি সেেদ্ধ ডিম
  2. ১/২ কাপ টমেটো ও পেঁয়াজ বাটা
  3. ১চা চামচ আদা-রসুন বাটা
  4. ১/২ চা চামচ জিরে গুড়ো
  5. ১/২ চা চামচ লাললঙ্কা গুঁড়ো
  6. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  7. ১/২চা চামচ চাট মশলা
  8. ১/৪ কাপ কাজু-পোস্ত বাটা
  9. ১চা চামচ ধনে পাতা কুচি
  10. ২-৩ টি কাঁচালংকা
  11. ১/২ কাপ রান্নার তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    ডিম সেদ্ধ করে রাখতে হবে। কড়াই এ তেল গরম করে গোটা গরম মশলা,তেজপাতা ফোঁড়ন দিতে হবে। এবারে এতে তৈরি করে রাখা পেঁয়াজ -টমেটো বাটা দিয়ে ভালো করে নেড়ে ৫ মিনিট রান্না করতে হবে।

  2. 2

    এবারে এতে আদা-রসুন বাটা দিয়ে ২ মিনিট কষিয়ে, জিরে, ধনে, লাল লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে এবং কষাতে হবে।

  3. 3

    এবার এতে কাজু- পোস্ত বাটা দিয়ে ভাল করে নাড়িয়ে ৩-৪ মিনিট রান্না করতে হবে। তারপর চাট মশলা ও গরম মশলা গুঁড়ো দিয়ে ভালকরে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    এবারে কিছুটা ঈষদুষ্ণ জল দিয়ে ঝোল ফুটতে দিতে হবে ৫ মিনিট তারপর সেদ্ধ করা ডিম গুলো অর্ধ করে কেটে উল্টো করে গ্রেভী তে দিয়ে দিতে হবে এবং ওপর দিয়ে ধনে পাতাকুচি ছড়িয়ে দিতে হবে।

  5. 5

    এভাবে ৩-৪ মিনিট রান্না করে দুটো চেরা কাঁচালঙ্কা দিয়ে নামিয়ে নিন ও একটি ডিম সেদ্ধ ওপর থেকে গ্রেট করে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Flavors by Soumi
Flavors by Soumi @Soumi_Nag
Kolkata
follow me on instagram @globaldesieats
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes