চমৎকার চিংড়ি (chamatkar chingri recipe in Bengali)

Arpita Pal
Arpita Pal @cook_19991100
কলকাতা

#নববর্ষের রেসিপি

চমৎকার চিংড়ি (chamatkar chingri recipe in Bengali)

#নববর্ষের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
5 জন
  1. 500 গ্রামচাপড়/চাপড়া চিংড়ি মাছ
  2. 2টি বড় পেঁয়াজ বাটা
  3. 3/4চা চামচ রসুন বাটা
  4. 1চা চামচ আদা বাটা
  5. 1টি মাঝারি লাল টমেটো বাটা
  6. 50 গ্রামটক দই, অল্প নুন দিয়ে ভালো করে ফেটানো
  7. 2চা চামচ হলুদ গুঁড়ো
  8. 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  9. 1চা চামচ জিরে গুঁড়ো
  10. 1চা চামচ ধনে গুঁড়ো
  11. 3-4চা চামচ গরম মশলার গুঁড়ো
  12. স্বাদমতোনুন
  13. ইচ্ছেমতোচিনি
  14. পরিমাণমতোকাঁচা লঙ্কা বাটা
  15. 80মিলি.লি সর্ষের তেল
  16. 1টেবিল চামচ ধনেপাতা কুচি সাজাবার জন্য

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    প্রথমে মাছ গুলো খোসা ছাড়িয়ে,পিঠের কালো সুতো ফেলে পরিস্কার করে ধুয়ে নিতে হবে।

  2. 2

    মাছের মধ্যে একটু নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে।

  3. 3

    এইবার ওই মাছের মধ্যে বাকি থাকা হলুদ গুঁড়ো, (টক দই, গরম মশলা ও ধনেপাতা বাদে) বাদবাকি সমস্ত মশলা,নুন,চিনি ও তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।

  4. 4

    এইবার একটি চাপা ঢাকা-ওয়ালা ননস্টিক কড়াইতে সমস্ত মাছের মিশ্রণটা সুন্দর করে সাজিয়ে দিয়ে ঢিমে আঁচে চাপা ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দিতে হবে।

  5. 5

    মিনিট 5/6 পরে ঢাকা খুলে আলতো হাতে মাছ ও মশলাগুলো উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে রাখতে হবে।

  6. 6

    কিছুক্ষণ পর অন্য পিঠটাও যখন হয়ে যাবে,ঢাকা খুলে ফেটানো টক দইটা দিয়ে একটু নেড়ে এক/দেড় কাপ গরম জল যোগ করতে হবে(আপনি কতটা গ্রেভি চান,সেই অনুযায়ী জলের পরিমাণ বাড়াতে পারেন)।

  7. 7

    এইবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে,যাতে মাছের মধ্যে মশলা ভালো করে মিশে যায়।

  8. 8

    জল কিছুটা কমে এসে যখন তেল ভেসে উঠতে দেখা যাবে,তখন গ্যাস বন্ধ করে দিয়ে গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে।

  9. 9

    ব্যাস হয়ে গেল টেস্টি টেস্টি চিংড়ি মাছ তৈরি।গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে একাই একশো,আর কোনো পদেরই দরকার পড়েনা।

  10. 10

    বি:দ্র: ইচ্ছে করলে এই রান্নাটা আপনি মাইক্রো ওভেন এও করতে পারেন।সেক্ষেত্রে মাছের মধ্যে সমস্ত মশলা দিয়ে মেখে একটি ওভেন-প্রুফ পাত্রে ঢেলে 10 মিনিট মাইক্রো করে নিলেই হবে। 5 মি: পর একবার খুলে একটু নেড়ে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Arpita Pal
Arpita Pal @cook_19991100
কলকাতা
হোমবেকার।তাছাড়া রান্না করতেও খুব ভালোবাসি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Arpita Pal
Arpita Pal @cook_19991100
চটপট রান্না হয়ে যায়।একদম ঝামেলাবিহীন খুবই সুস্বাদু একটি পদ।

Similar Recipes