মুগডালের সব্জি খিচুড়ি (moog daler sabjir khichuri recipe in Bengali)

Ratna Bauldas
Ratna Bauldas @Ratna_bauldas

#গ্রীষ্মকালের রেসিপি
#goldenapron3

মুগডালের সব্জি খিচুড়ি (moog daler sabjir khichuri recipe in Bengali)

#গ্রীষ্মকালের রেসিপি
#goldenapron3

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 300 গ্রামগোবিন্দভোগ চাল
  2. 200 গ্রামমুগডাল
  3. 1/2 কাপবরবটি কুঁচি
  4. 1/2 কাপগাজর কুঁচি
  5. 1টি বড় টমেটো
  6. 2টি আলু
  7. 4টি কাঁচালঙ্কা
  8. 3টেবিল চামচ কাঁচাবাদাম
  9. 2চা চামচ আদাপেস্ট
  10. 1চা চামচ জিরে গুঁড়ো
  11. 1চা চামচ ধনে গুঁড়ো
  12. 1চা চামচ লঙ্কা গুঁড়ো
  13. 1চা চামচ হলুদ গুঁড়ো
  14. 1চা চামচ গরম মশলা গুঁড়ো
  15. 1টেবিল চামচ ঘি
  16. 1চা চামচ চিনি
  17. স্বাদমতোনুন
  18. পরিমাণ মতোসর্ষের তেল
  19. প্রয়োজন অনুযায়ীফোঁড়নের জন্য : গোটাজিরে, তেজপাতা, শুকনোলঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে বরবটি, গাজর ভেজে নিয়ে তারপর আলু আর বাদামটা ভেজে নিতে হবে।

  2. 2

    ঐ তেলেই গোটাজিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে আদাপেস্ট, কাঁচালঙ্কা, টমেটো কুঁচি দিয়ে কষিয়ে জল দিয়ে ধুয়ে রাখা মুগডাল দিয়ে ভাজতে হবে।

  3. 3

    এবার হলুদ বাদ দিয়ে সব গুঁড়ো মশলা গুলো দিয়ে কষিয়ে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল, নুন, ভেজে রাখা সব্জি, ভাজা বাদাম, নুন আর পরিমাণ মতো গরমজল দিয়ে ঢেকে দিতে হবে।

  4. 4

    মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে চাল, ডাল, সব্জি ভালো মতো সিদ্ধ হয়ে গেলে ঘি, গরমমশলা মিশিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ratna Bauldas
Ratna Bauldas @Ratna_bauldas

Similar Recipes