ব্রেড কোন সামোসা (Bread cone samosa recipe in bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

#স্ন্যাক্স
#BaburchiHut

ব্রেড কোন সামোসা (Bread cone samosa recipe in bengali)

#স্ন্যাক্স
#BaburchiHut

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৩-৪ জন
  1. ৬ পিস ব্রেড
  2. ২ টো আলু
  3. ৩-৪ টেবিল চামচ কড়াইশুঁটি
  4. ১ টেবিল চামচ চিনে বাদাম
  5. ১/২ চা চামচ আদা কুচি
  6. ১/৪ চা চামচ জিরা গুঁড়ো
  7. ১/৪ চা চামচ পাঁচ ফোড়ন
  8. ১/৪ চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. ১/৪ চা চামচ কাসুরি মেথি
  10. ১ টেবিল চামচ ময়দা
  11. স্বাদ মতো নুন
  12. পরিমাণ মতো সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে আর একটু ভেঙে দিতে হবে ।

  2. 2

    তারপর কড়াইতে তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে নেড়ে কড়াইশুটি গুলো দিতে হবে আর একটু নেড়ে তাতে ভেঙে রাখা আলু গুলো দিয়ে দিতে হবে

  3. 3

    তারপর তাতে নুন,হলুদ, আদা কুচি,জিরে গুড়ো আর লংকা গুড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছু ক্ষণ নাড়তে হবে ।

  4. 4

    তারপর তাতে চীনে বাদাম আর কাসুরি মেথি দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    তারপর ব্রেড নিয়ে সাইড গুলো কেটে নিতে হবে আর একটু চেপে বেলে নিতে হবে।

  6. 6

    একটা বাটিতে ময়দা অল্প জল দিয়ে গোলে নিতে হবে। তারপর ব্রেড গুলো কোনের মতো করে মাঝ খানে আলুর পুরটা ভরে ময়দা গোলা লাগিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে।

  7. 7

    এইভাবে সব সামোসা গুলো বানিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে লাল লাল করে সামোসা গুলো ভেজে তুলে নিতে হবে।

  8. 8

    তারপর সস আর সালাদ দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes