দই ফুচকা(dahi puchka recipe in Bengali)

Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01

#স্ন্যাক্স রেসিপি

দই ফুচকা(dahi puchka recipe in Bengali)

#স্ন্যাক্স রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কাপময়দা
  2. 1 কাপসুজি
  3. 1 চিমটিনুন
  4. 1 চিমটিখাবার শোডা
  5. 3-4 টিআলু
  6. 1/2 কাপকাঁচা ছোলা
  7. 1/2 চা চামচজিরে
  8. 1/2 কাপটক দই(জল ঝড়ানো)
  9. 1/2 কাপতেতুল গোলা জল
  10. পরিমাণ অনুযায়ীনুন ও চিনি
  11. স্বাদমতোকাঁচা লঙ্কা কুচি ও শুকনো লঙ্কা(পরিমাণ অনুযায়ী)
  12. পরিমাণ অনুযায়ীঝুরিভাজা
  13. পরিমাণ অনুযায়ীসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে এক কাপ ময়দা, এক কাপ সুজি, এক চিমটি নুন, এবং এক চিমটি খাবার সোডা একসাথে মিশিয়ে নিতে হবে। এবার ইশদ উষ্ণ জল দিয়ে শক্ত করে মেখে নিতে হবে। তারপর লেচি কেটে নিতে হবে। এবার রুটির আকারে তৈরী করে নিতে হবে। তারপর ছোট ঢাকা কিংবা বাটির সাহায্যে রুটির উপর চাপ দিয়ে ফুচকার আকারে কেটে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াতে তেল গরম করে ফুচকাগুলো ভেজে নিতে হবে।

  3. 3

    এবার তিন - চারটি আলু সিদ্ধ করে নিতে হবে। হাফ কাপ কাঁচা ছোলা তিন ঘণ্টা ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিতে হবে। হাফ চামচ জিরে দুটি শুকনো লঙ্কা,শুকনো কড়াতে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। হাফ কাপ টক দই জল জড়িয়ে নিতে হবে। এবার সিদ্ধ করা আলুগুলো চটকে পরিমাণ মতো নুন, ছোলা সিদ্ধ, ভাজা জিরে-লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। হাফ কাপ জলে তেতুল গুলে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি এবং ভাজা জিরে- লঙ্কা গুঁড়ো দিয়ে তেতুল গোলা জল তৈরী করে নিতে হবে।

  4. 4

    জল ঝড়ানো টক দইয়ের উপর জিরে-লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। এবার ফুচকার মাঝামাঝি আঙ্গুল দিয়ে ফুটো করে আলু-ছোলা মাখা, টক-মিষ্টি জল ও ভাজা মশলা মিশ্রিত দই, ঝুড়িভাজা, ফুচকার উপর দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01
আমি রান্না করতে ভালবাসি, নিত্য নতুন রান্না কুকপ্যাড থেকে শিখে বানানোর চেষ্টা করি।
আরও পড়ুন

মন্তব্যগুলি (11)

Nilanjana Nila
Nilanjana Nila @nilanjana_21893349
আমি আজই করবো এটা। দেখেই দারুণ লাগছে।

Similar Recipes