ফ্রাইড রাইস ইন মাইক্রোঅভেন(Fried rice in microwave recipe in Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

#goldenapron3

খুব কম সময়ের মধ্যে এই ফ্রাইড রাইসটা করে ফেলা যায়।

ফ্রাইড রাইস ইন মাইক্রোঅভেন(Fried rice in microwave recipe in Bengali)

#goldenapron3

খুব কম সময়ের মধ্যে এই ফ্রাইড রাইসটা করে ফেলা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫মিনিট
৩ জনের
  1. ১ কাপ বাসমতী চাল
  2. ৩ টেবিল চামচ গাজর কুচি
  3. ২ টেবিল চামচ ক্যাপ্সিকাম কুচি
  4. ৩ টেবিল চামচ কড়াইশুঁটি
  5. ৩ টেবিল চামচ কাজু
  6. ২ টেবিল চামচ কিসমিস
  7. ৩ টা এলাচ
  8. ৪-৫ টা লবঙ্গ
  9. ১ টা তেজপাতা
  10. ১ চা চামচ কেওড়া জল
  11. ৪ টেবিল চামচ ঘি
  12. ১ চা চামচ চিনি
  13. ১/৪ চা চামচ হলুদ ফুড কালার

রান্নার নির্দেশ সমূহ

২৫মিনিট
  1. 1

    প্রথমে বাসমতী চালটা ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    তারপর মাইক্রোপ্রোভ একটা বড়ো পাত্রে জল ঝরানো বাসমতী চাল নিয়ে তাতে গাজর কুচি, ক্যাপ্সিকাম কুচি, কড়াইশুঁটি,কাজু, কিসমিস, তেজপাতা, লবঙ্গ, এলাচ, নুন, চিনি আর ঘি দিয়ে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর তাতে ২ কাপ জল আর ১/৪ চা চামচ হলুদ ফুড কালার দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে হাই পাওয়ারের ২০ -২৫ মিনিটের জন্য দিতে হবে।

  4. 4

    তারপর বের করে কেওরা জল দিয়ে ৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে।

  5. 5

    তারপর ঢাকা তুলে পরিবেশন করতে হবে। (যে কাপ দিয়ে চাল মাপবে সেই কাপ দিয়ে জল দিতে হবে।)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes