পনির টিক্কা তাওয়া পিজ্জা (paneer tikka tawa pizza recipe in bengali)

Sandhya Dutta
Sandhya Dutta @cook_23297314
Barrackpore

#NoOvenBaking

এখন লক ডাউন জন্য বাড়ির সামান্য উপকরন দিয়েই এই পিৎজা তৈরি করেছি |তবে সেফ নেহাকে অসংখ্য ধন্যবাদ জানাই কম খরচে চটজলদি কিভাবে নো ওভেন বেকিং পিৎজা তৈরি করা যায় |

পনির টিক্কা তাওয়া পিজ্জা (paneer tikka tawa pizza recipe in bengali)

#NoOvenBaking

এখন লক ডাউন জন্য বাড়ির সামান্য উপকরন দিয়েই এই পিৎজা তৈরি করেছি |তবে সেফ নেহাকে অসংখ্য ধন্যবাদ জানাই কম খরচে চটজলদি কিভাবে নো ওভেন বেকিং পিৎজা তৈরি করা যায় |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪ জনের জন্য
  1. ১৫০ গ্রাম আটা
  2. ১৪০ গ্রাম টকদই
  3. ১/২ চা চামচ বেকিং পাউডার
  4. ১/২ চা চামচ খাবার সোডা
  5. ১ টেবিল চামচ রিফাইন্ড অয়েল
  6. ১/২ চা চামচ নুন
  7. ১ টেবিল চামচ বাটার
  8. ১টি ছোট সাইজের লেবুর টুকরো
  9. পনির টিক্কা বানানোর জন্য
  10. ২০০ গ্রাম পনির
  11. ১ টেবিল চামচ রিফাইন্ড অয়েল
  12. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  13. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  14. ১ চা চামচ গরম মশলা গুড়ো
  15. ১২০ গ্রাম টকদই
  16. ১/৪ চা চামচ চাট মশলা
  17. ১/২ চা চামচআদা রসুন বাটা
  18. ১/২ চা চামচ মরিচ গুঁড়ো
  19. ১/২ চা চামচ নুন
  20. সাজানোর জন্য
  21. ২ চা চামচ পিৎজা সস্ (বারিতে তৈরি)
  22. ১ ৫০ গ্রাম মোজেরেলা চিজ
  23. ৬ টুকরো পেঁয়াজ কুঁচি
  24. ৬ টুকরো টমেটো কুঁচি
  25. ১২ টি বেবিকর্ন
  26. ১ /২ চা চামচ চিলিফ্লেক্স

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে অাটা,টকদই,বেকিং পাউডার,বেকিং সোডা,নুন,রিফান্ড অয়েল দিয়ে ভালো করে মেখে একটু তেল হাত বুলিয়ে তাতে ভিজে কাপড় মুড়ে ৩০ মিনিট ঢেকে রেখে দিতে হবে|

  2. 2

    এবার একটি বোল নিয়ে তাতে কিউব করা পনির,অাদা_রসুন বাটা,সরষের তেল,নুন,শুকনো লঙ্কা গুড়ো,হলুদ গুড়ো,চাট মশলা, গরম মশলা গুড়ো, লেবুর রস,মরিচ গুড়ো,টকদই দিয়ে ২০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে | ২০ মিনিট পর পনির ফ্রাই করে নিতে হবে |

  3. 3

    এবার অাটার ডো টাকে অারো একটু ভালো করে মেখে নিতে হবে | তার পর গুড়ো দিয়ে রুটির অাকারে বেলে নিতে হবে | কাটা চামচের সাহায্যে ছিদ্র করে নিতে হবে | একটু সেকে নিয়ে তাতে বাটার ব্রাশ করে নিতে হবে |

  4. 4

    ‌এবার রুটির ওপর পিৎজা সস মাখিয়ে মজেরেলা চিজ ছরিয়ে দিতে হবে |

  5. 5

    এবার ফ্রাই করা পনির, টুকরো করা পিঁয়াজ,টমেটোকুঁচি,কাঁচা লঙ্কা কুঁচি,বেবিকণ,চিলি ফ্লেক্স অারো একটু চিজ ছরিয়ে দিতে হবে |

  6. 6

    এবার একটা তাওয়া গরম করে তার ওপর পিৎজা প্যানটা রেখে ভালো করে ঢাকা দিয়ে ২০ মিনিট বেক করতে হবে |

  7. 7

    ২০ মিনিট পর ওভেন নিভিয়ে দিতে হবে অারো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে যাতে চিজ টা ভালো করে মেল্ড যায় |নামিয়ে চিলি ফ্লেক্স ছরিয়ে গরম গরম পরিবেশন করুন পনির টিক্কা তাওয়া পিৎজা |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sandhya Dutta
Sandhya Dutta @cook_23297314
Barrackpore

মন্তব্যগুলি (15)

Bisakha Dey
Bisakha Dey @cook_23544149
খুব ভালো ।আমিও করেছি।তোমার আমার রেসিপি ম্যাচ করে যায়,দেখেছি। বারবসা টা বানাবো ভেবেছিলাম,দেখলাম তুমি বানিয়েছো,আমার আর টাইম হলনা..তাই দেওয়া হয়নি।

Similar Recipes