দই কাতলা(doi kaatla recipe in Bengali)

Sangita Dhara(Mondal)
Sangita Dhara(Mondal) @cook_24719349

#তেঁতো/টক
রোজকার মাছের ঝোল বা ঝাল খেতে খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে এই রেসিপি ট্রাই করা যেতেই পারে । এটা খেতে যেমন সুস্বাদু তেমনি সহজেই তৈরীও হয়ে যায় ।

দই কাতলা(doi kaatla recipe in Bengali)

#তেঁতো/টক
রোজকার মাছের ঝোল বা ঝাল খেতে খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে এই রেসিপি ট্রাই করা যেতেই পারে । এটা খেতে যেমন সুস্বাদু তেমনি সহজেই তৈরীও হয়ে যায় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
6 জনের জন্য
  1. 6 বড়োটুকরো কাতলা মাছ
  2. 1টি বড়ো পেঁয়াজ কুচি
  3. 1টেবিল চামচ ধনেপাতা কুচি
  4. 1 চা চামচআদা বাটা
  5. 1 চা চামচরসুন বাটা
  6. 1 চা চামচপোস্ত বাটা
  7. 1টেবিল চামচ কাজুবাদাম বাটা
  8. 4টি কাঁচা লঙ্কা
  9. 1/2 চা চামচকাঁচা লঙ্কা বাটা
  10. 1/2 চা চামচগোটা গরম মশলা (এলাচ, লবঙ্গ, দারচিন)
  11. 2টি তেজপাতা
  12. 1/2 চা চামচমেথি
  13. 2টি শুকনো লঙ্কা
  14. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  15. 1/2 চা চামচশাহী গরম মশলা গুঁড়ো
  16. স্বাদ মতো নুন ও চিনি
  17. 3টেবিল চামচ টক দই
  18. পরিমাণ মতো তেল
  19. প্রয়োজন অনুযায়ী জল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    মাছের পিসগুলো ভালো ভাবে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদগুঁড়ো মাখিয়ে নিতে হবে ।

  2. 2

    এবার কড়াইতে ছাঁকা তেলে মাছগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে ।

  3. 3

    এবার ওই তেলেই কাঁচা লঙ্কা,শুকনো লঙ্কা, মেথি,গোটা গরম মশলা,তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে অল্প করে ভেজে নিয়ে আদা বাটা,রসুন বাটা,কাঁচা লঙ্কা বাটা কষিয়ে নিতে হবে ।

  4. 4

    এবার পরপর পোস্ত বাটা, কাজুবাদাম বাটা, সরষে বাটা, পরিমাণ মতো নুন,চিনি দিয়ে আবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে।

  5. 5

    এবার সামান্য জল দিয়ে ফুটিয়ে মাছের পিসগুলো দিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করতে হবে ।

  6. 6

    এবার টকদইটা সামান্য নুন ও চিনি দিয়ে ভালোভাবে ফাটিয়ে কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে ধনেপাতা কুচি ও শাহী গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে ওভেন বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রাখলেই দই কাতলা রেডি সার্ভ করার জন্য ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sangita Dhara(Mondal)
Sangita Dhara(Mondal) @cook_24719349

Similar Recipes