চিকেন কোপ্তা কারি (chicken kofta curry recipe in bengali)

Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )

#ebook2
বাংলানববর্ষের রেসিপি
#দই
এটি একটি খুবই সুস্বাদু রেসিপি.. নববর্ষের দিন দুপুরে একদম জমে যাবে এই রান্নাটা দিয়ে।

চিকেন কোপ্তা কারি (chicken kofta curry recipe in bengali)

#ebook2
বাংলানববর্ষের রেসিপি
#দই
এটি একটি খুবই সুস্বাদু রেসিপি.. নববর্ষের দিন দুপুরে একদম জমে যাবে এই রান্নাটা দিয়ে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
3 জনের জন্য
  1. কোপ্তার জন্য
  2. 300 গ্রামচিকেন কিমা
  3. 1/2 ইঞ্চিআদা
  4. প্রয়োজন মতসর্ষের তেল
  5. 7-8টা রসুনের কোয়া
  6. 1টা পেঁয়াজ
  7. স্বাদমতনুন
  8. 1/2 চা চামচগরম মসলা গুঁড়ো
  9. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  10. 1/2 চা চামচচিকেন কারি মসলা
  11. 2টেবিল চামচ বেসন
  12. কারির জন্য
  13. 1টা বড় পেঁয়াজ
  14. 2টো টমেটো
  15. 1/2ইঞ্চিআদা
  16. 8-9কোয়া রসুন
  17. 8-9টা কাজু
  18. 1 চা চামচলঙ্কার গুঁড়ো
  19. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  20. 1/2 চা চামচধনে গুঁড়ো
  21. স্বাদ মতনুন
  22. প্রয়োজন মত সর্ষের তেল
  23. প্রয়োজন মত জল
  24. 2টো তেজপাতা
  25. 2টো এলাচ
  26. 1 টুকরোদারচিনি
  27. 1/2 চা চামচগরম মসলা গুঁড়ো
  28. 2টেবিল চামচ টকদই
  29. 1 চা চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে চিকেন এর কিমা গুলি ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এতে পেঁয়াজ আদা ও রসুন গ্রেট করে দিতে হবে। গরম মসলা গুঁড়ো,হলুদ,নুন ও চিকেন কারি মসলা,বেসন দিয়ে মেখে ছোট ছোট বলের আকারে কোপ্তা গুলি গড়ে নিতে হবে।

  2. 2

    এবার গ্যাস এ কড়াই বসিয়ে গরম হলে তেল দিয়ে কোপ্তা গুলি ছেঁড়ে মিডিয়াম আচে লালচে করে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    প্রথমে আদা,রসুন,পেঁয়াজ ও কাজু একসাথে মিক্সচার এ পেস্ট করে নিতে হবে।

  4. 4

    তারপর গ্যাস এ কড়াই বসিয়ে পরিমান মত তেল দিয়ে গরম হলে তেসপাতা, এলাচ ও দারচিনি পূরণ দিয়ে পেস্ট করা মসলা দিয়ে দিতে হবে।

  5. 5

    তারপর এতে জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,হলুদ,নুন,টকদই ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে মসলা থেকে তেল ছেঁড়ে আসা পর্যন্ত মিডিয়াম আচে। এবার গরম জল দিতে হবে । ফুটে উঠলে ভাজা কোপ্তা গুলি দিয়ে ঘি ও গরম মসলা দিয়ে আচ কমিয়ে 5 মিনিট হতে দিতে হবে। তারপর নামিয়ে কিছুক্ষণ স্টেণ্ডিং টাইম দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )
আমি রান্নাকে খুব ভালোবাসি। খেতে ও খাওয়াতে ও খুব ভালোবাসি ।অনেক ছোট থেকেই রান্নার খুব শখ ছিলো..
আরও পড়ুন

Similar Recipes