লাহোরী চিকেন (Lahori chicken recipe in Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

#রন্ধনেবাঙালি
#চিকেন

লাহোরী চিকেন (Lahori chicken recipe in Bengali)

#রন্ধনেবাঙালি
#চিকেন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪-৫ জনের
  1. ৫০০ গ্রাম চিকেন
  2. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  3. ২ টো পেঁয়াজ বাটা
  4. ১ টা বড় টমেটো কুচি
  5. ৩ টে কাঁচা লংকা কুচি
  6. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  8. ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  9. ১ চা চামচ ধনে গুড়ো
  10. ১ চা চামচ গরম মসলা গুড়ো
  11. ১০০ গ্রাম টক দই
  12. স্বাদ মতো নুন
  13. পরিমাণ মতো সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে চিকেনটা আদা আর রসুন বাটা দিয়ে মাখিয়ে ১ ঘন্টা রেখে দিতে হবে।

  2. 2

    তারপর কড়াইতে তেল গরম করে চিকেন দিয়ে বেশি আঁচে ২-৩ মিনিট ভাজতে হবে।

  3. 3

    ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়ে ২ মিনিট আরো ভাজতে হবে। তারপর তাতে কাঁচা লংকা কুচি আর টমেটো কুচি দিতে হবে। নুন দিয়ে কিছু ক্ষণ ভাজতে হবে।

  4. 4

    টমেটো টা নরম হয়ে গেলে তাতে হলুদ গুড়ো, লংকা গুড়ো,জিরে গুড়ো,ধনে গুড়ো আর গরম মসলা গুড়ো দিয়ে তেল বের হওয়া পর্যন্ত কষতে হবে।

  5. 5

    তারপর তাতে টক দই ফেটিয়ে দিয়ে দিতে হবে। ভালো করে কষিয়ে তেল ছাড়লে তাতে ১ কাপ উষ্ণ গরম জল দিয়ে আচঁটা কমিয়ে ১০ মিনিট ঢেকে দিতে হবে।

  6. 6

    তারপর ঢাকা তুলে ঝোল টা গাঢ় হয়ে গেলে তাতে গরম মসলা গুড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes