থোড়ের মুড়ি ঘন্ট (Thorer muri gonto recipe in bengali)

Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

#নিরামিষ রেসিপি
#গল্পকথা
থোড়ের নিজস্ব স্বাদ না থাকলেও আয়রন সমৃদ্ধ বলেই আমরা খেয়ে থাকি।আজ একটু অন্য ভাবে রান্নার চেষ্টা।

থোড়ের মুড়ি ঘন্ট (Thorer muri gonto recipe in bengali)

#নিরামিষ রেসিপি
#গল্পকথা
থোড়ের নিজস্ব স্বাদ না থাকলেও আয়রন সমৃদ্ধ বলেই আমরা খেয়ে থাকি।আজ একটু অন্য ভাবে রান্নার চেষ্টা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪জনের জন্য
  1. ৩০০গ্রামথোড়
  2. ২টিআলু (ডুমো করে কাটা)
  3. ১মুঠোগোবিন্দভোগ চাল (জলে ভিজানো)
  4. ৪ চা চামচঘি
  5. ১টিশুকনো লঙ্কা
  6. ১টিতেজপাতা
  7. ১/২চা চামচ গোটা জিরে-
  8. ২টিছোট এলাচ
  9. ২টুকরোদারচিনি
  10. স্বাদ অনুযায়ীনুন
  11. ১/২চা চামচহলুদ গুঁড়ো
  12. ১চা চামচসবজি মসলা গুঁড়ো
  13. ১/২চা চামচলঙ্কা গুঁড়ো
  14. ১চা চামচচিনি
  15. ১চা চামচগরম মসলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে, সামান্য জলে ছোট করে কেটে রাখা থোড়,নুন ও হলুদ দিয়ে প্রেসার কুকারে দুটি সিটি দিতে হবে।এসময় গোবিন্দভোগ চাল অল্প জলে ভিজিয়ে রাখতে হবে।কড়াইতে সামান্য ঘি দিয়ে আলু সামান্য নুন,হলুদ দিয়ে সোনালী করে ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    এবার ঐ কড়াইতে অবশিষ্ট ঘি দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, ছোট এলাচ,দারচিনি, আদা বাটা ও চাল দিয়ে খুব ভালো করে নেড়ে ভেজে নিতে হবে।সুগন্ধ বের হলে ভাজা আলু ও সিদ্ধ থোড় মিশিয়ে আবার ও নেড়ে মিশিয়ে নিতে হবে।এখন নুন, হলুদ, সবজি মসলাও লঙ্কাগুড়ো দিয়ে একসঙ্গে সমস্ত মিশাতে হবে।প্রয়োজন হলে অল্প জলের ছিটে দিতে হবে ।ভালো করে কষিয়ে নিতে হবে।

  3. 3

    এর পর অল্প জল দিয়ে ঢাকনা বন্ধ করে মিনিট পাঁচেক ফুটতে দিতে হবে।এবার ঢাকনা খুলে চাল সিদ্ধ হল কিনা দেখে, আর ও একটু জল লাগলে দিয়ে আবার ও ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ।

  4. 4

    সব কিছু বেশ মাখামাখা হয়ে এলে চিনি ও গরমমসলা গুড়ো ছড়িয়ে মিশিয়ে নিতে হবে।অসাধারণ স্বাদ হয়,গোবিন্দভোগ চাল ও ঘি এর সুবাসে সুরভিত থোড়ের মুড়িঘন্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

Similar Recipes