মটর পনির (matar paneer recipe in Bengali)

Shrabani Biswas Patra
Shrabani Biswas Patra @rondhon_1993

#ebook2
নববর্ষেররেসিপি
যেকোনো উৎসবে অনেকে যাঁরা নিরামিষ খান তাঁদের জন্য এই রেসিপি টি।।।।ভীষণ ভালো এবং সহজ একটি রেসিপি।।।।

মটর পনির (matar paneer recipe in Bengali)

#ebook2
নববর্ষেররেসিপি
যেকোনো উৎসবে অনেকে যাঁরা নিরামিষ খান তাঁদের জন্য এই রেসিপি টি।।।।ভীষণ ভালো এবং সহজ একটি রেসিপি।।।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
5 জন
  1. 300 গ্রামপনির
  2. 2টি আলু
  3. 1/2 কাপসবুজ মটর
  4. 2 চা চামচআদা বাটা
  5. 1 চা চামচজিরে বাটা
  6. 1টিটমেটো কুচি
  7. 4 টেকাঁচা লঙ্কা বাটা
  8. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মসলা
  9. 1 চা চামচগোটা জিরে
  10. 2 টিতেজপাতা
  11. 1 চা চামচগরম মসলা বাটা
  12. 1 চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  13. স্বাদ মতোচিনি
  14. 1 চা চামচহলুদ গুঁড়ো
  15. স্বাদমতোনুন
  16. প্রয়োজন অনুযায়ীরান্নার জন্যে সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    পনির কেটে নুন দিয়ে একটু ভেজে নিতে হবে একদম হালকা করে।।।।

  2. 2

    আলু কেটে নুন হলুদ মাখিয়ে লাল করে আবার ভেজে তুলে রাখতে।।।

  3. 3

    ওই তেলে আরেকটু তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা,গোটা গরম মসলা ফোরণ দিয়ে একটু নেড়ে আদা বাটা,জিরে বাটা, নুন,হলুদ,কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষতে হবে।।।মসলা থেকে তেল ছেড়ে আসলে টমেটো কুচি দিতে হবে।।।টমেটো একটু নরম হলে আলু ও মটর দিয়ে কষতে হবে মসলার সাথে।।।।।

  4. 4

    একটু কষানো হলে উষ্ণ গরম জল দিতে হবে।।।।ঝোল ফুটলে ঢাকা দিয়ে দিতে হবে।।।।ইচ্ছে মতো ঝোল রেখে চিনি দিতে হবে সামান্য।।।।তারপর গরম মসলা ছড়িয়ে পরিবেশন করুন।।।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shrabani Biswas Patra
Shrabani Biswas Patra @rondhon_1993

Similar Recipes