ভাতের পিঠে (bhater Pithe recipe in Bengali)

Srimayee Mukhopadhyay
Srimayee Mukhopadhyay @cook_25187502

#চাল
#ebook2
#জামাই ষষ্ঠী
এই রেসিপিটি আমার আগের দিনের ভাত ফ্রিজে ছিলো,কি করবো তাই বানিয়ে ফেললাম,তবে জামাই ষষ্ঠীর দিন সকালে জামাইকে বানিয়ে খাওয়ানো যাবে।এটি খুব সহজেই বানানো যায়, পদটি খেতেও খুব সুস্বাদু

ভাতের পিঠে (bhater Pithe recipe in Bengali)

#চাল
#ebook2
#জামাই ষষ্ঠী
এই রেসিপিটি আমার আগের দিনের ভাত ফ্রিজে ছিলো,কি করবো তাই বানিয়ে ফেললাম,তবে জামাই ষষ্ঠীর দিন সকালে জামাইকে বানিয়ে খাওয়ানো যাবে।এটি খুব সহজেই বানানো যায়, পদটি খেতেও খুব সুস্বাদু

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৩ জনের জন্য
  1. ২কাপ ভাত
  2. ১টেবিল চামচ লেবুর রস
  3. স্বাদমতোনুন চিনি
  4. ১ কাপ নারকোল কোরা
  5. ১টেবিল চামচ লঙ্কা কুঁচি
  6. পরিমান মতো কাঁচা বাদাম
  7. ১টি পেঁয়াজ গ্রেট করা
  8. ১টি আলু গ্রেট করা
  9. ২চা চামচ হলুদের গুঁড়ো
  10. ১চা চামচ ধনে গুঁড়ো
  11. ১চা চামচ টালা গোটা জিরে গুঁড়ো
  12. ২চা চামচ আদা গ্রেট করা
  13. ১টেবিল চামচ ধনেপাতা কুঁচি
  14. পরিমান মতোচাট মশলা
  15. ১চা চামচ ডেসিকেটেড কোকোনাট
  16. ১চা চামচ ঘি
  17. ১টেবিল চামচ বাটার/মাখন
  18. ১/২চা চামচ কলোজিরে

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমেই ভাত মিহি করে মেখে নিতে হবে।তাতে একে একে লেবুর রস,হলুদ,নুন,চিনি ধনেপাতা, নারকোল কোরা কাঁচা লঙ্কা কুঁচি,ধনে গুড়ো, টালা জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মিহি করে মেখে নিতে হবে।

  2. 2

    এবার কড়াইতে ঘি দিয়ে তাতে কালোজিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ,আদা,আলু দিয়ে নেড়ে চেড়ে মিশ্রণটি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করতে হবে।যখন সমস্ত মিশ্রন এক সাথে ভালো করে মিশে যাবে তখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে হাত দিয়ে মাখতে হবে।

  3. 3

    এবার বাদাম ভেজে নিতে হবে।

  4. 4

    হাতে ঘি লাগিয়ে গোল গোল করে ঘুরিয়ে চেপ্টা করে নিয়ে তার ওপরে বাদাম লাগিয়ে তাওয়াতে বাটার দিয়ে পিঠে গুলি লো ফ্লেমে সেঁকে সেঁকে ভাজতে হবে।এটি ভাজা একটু সময় সাপেক্ষ।

  5. 5

    তাহলেই তৈরি ভাতের পিঠে,এবার ওপর থেকে চাট মসলা,ও ডিসিকেটেড কোকোনাট দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srimayee Mukhopadhyay
Srimayee Mukhopadhyay @cook_25187502

Similar Recipes