পারশে মাছের ঝাল (parshe jhal recipi in bengali)

Srimati Mukherjee
Srimati Mukherjee @cook_23431451

#ebook2 #মাছের রেসিপি
জামাইষষ্ঠী

পারশে মাছের ঝাল (parshe jhal recipi in bengali)

#ebook2 #মাছের রেসিপি
জামাইষষ্ঠী

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

এক ঘন্টা ।
২জন।
  1. ২৫০গ্রাম পারশে মাছ
  2. 2টি মাঝারি সাইজের পেঁয়াজ
  3. স্বাদমতোশুকনো লঙ্কা ও চেরা কাঁচা লঙকা
  4. পরিমাণ মতো সরষের তেল
  5. প্রয়োজন অনুযায়ীকুচনো ধনেপাতা
  6. স্বাদ মতো চিনি ও নুন
  7. 1টি টমেটো কুচি
  8. 1 চা চামচহলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো
  9. 1 চা চামচআদা বাটা
  10. 1/2 চা চামচ গরম মশলা
  11. 1/2 চা চামচ কালো জিরে

রান্নার নির্দেশ সমূহ

এক ঘন্টা ।
  1. 1

    প্রথমে মাছ গুলো ভালো করে ধুয়ে নিন জল ঝরিয়ে নেবেন ।

  2. 2

    নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে ।তারপর কড়াইতে তেল সরষে তেল দিতে হবে ।তেল গরম হলে মাছ গুলো ছেড়ে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে ।তারপর

  3. 3

    ওই তেলে অল্প কালো জিরে দিতে হবে ।তারপর পেঁয়াজ দিয়ে নাড়তে হবে ।পেঁয়াজ একটু ভাজা হলে বাকি মশলাগুলো দিয়ে নাড়তে হবে ।মাছ গুলো দিয়ে দিতে হবে ।

  4. 4

    বেশ কিছু টা নাড়ার পরিমাণমতো জল দিতে হবে ।তারপর একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দিতে হবে ।কিছুটা ফোটানোর পর অল্প গরম মশলা ছড়িয়ে দিতে হবে ।তারপর একটা রেকাবিতে ঢেলে দিন ।

  5. 5

    অল্প ধনেপাতা কুচি ও চেরা কাঁচা লঙকা দিয়ে দিন।তারপর সাজিয়ে একটা পাত্রে রেখে দিন ।

  6. 6

    আশা করি জামাইদের ভালো লাগবে ।গরম নামানোর আগে অল্প করে সরষের তেল ছড়িয়ে দিন ।

  7. 7

    এটি খুব সিম্পল ও হালকা ভাবে রান্না করা যায় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srimati Mukherjee
Srimati Mukherjee @cook_23431451

Similar Recipes