চিলি ফিশ (Chilli Fish recipe in bengali)

Arpita Halder
Arpita Halder @arpi_foodcourt

#মাছের রেসিপি
কথায় আছে মাছে ভাতে বাঙালী আর সেই মাছকেই যখন টক-ঝাল স্বাদে পাই তখন ব্যাপারটা দ্বিগুণরূপে জমে যায়

চিলি ফিশ (Chilli Fish recipe in bengali)

#মাছের রেসিপি
কথায় আছে মাছে ভাতে বাঙালী আর সেই মাছকেই যখন টক-ঝাল স্বাদে পাই তখন ব্যাপারটা দ্বিগুণরূপে জমে যায়

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জনের জন্য
  1. ৩৫০ গ্রাম ভেটকি মাছ (কাঁটা ছাড়ানো ও ছোটো টুকরো করা)
  2. ১/২ টেবিল চামচ আদা বাটা
  3. ১/২ টেবিল চামচ রসুন বাটা
  4. ১ টেবিল চমচ পেঁয়াজের রস
  5. ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  6. ১/২ টেবিল চামচ আদা কুচি
  7. ১/২ টেবিল চামচ রসুন কুচি
  8. ১ টি পেঁঁয়াজ (ডুমো করে কাটা)
  9. ১ টি ক্যাপ্সিকাম (ডুমো করে কাটা)
  10. ১ টি টমেটো (কুচি করে কাটা)
  11. ১ চা চামচ গোলমরিচ গুড়ো
  12. ২-৩ টি কাঁচা লঙ্কা
  13. ১ টেবিল চামচ ভিনিগার
  14. ১ টেবিল চামচ টমেটো সস্
  15. ১ টেবিল চামচ চিলি সস
  16. স্বাদ মতো নুন
  17. পরিমাণ মতো তেল

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    সর্বপ্রথম মাছের টুকরোগুলো একটি পাত্রে নিয়ে তাতে ভিনিগার, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজের রস, গোলমরিচ গুড়ো, এক চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন সহযোগে মাখিয়ে ১৫ মিনিটের জন্য রেখে দিতে হবে

  2. 2

    এখন কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে ব্যাটারে মাখানো মাছের টুকরোগুলো সোনালি করে ভেজে তুলে নিতে হবে

  3. 3

    এখন ওই তেলেই একে একে আদা কুচি, রসুন কুচি, ডুমো করে কাটা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা চিরে দিতে হবে এবং একটু নাড়াচাড়া করে তাতে কেটে রাখা ক্যাপ্সিকাম ও টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে

  4. 4

    এরপর ভাজা মাছের টুকরোগুলো দিয়ে তাতে টমেটো সস্, চিলি সস্ যোগ করে ভালো করে নাড়তে হবে এবং ওভেনের আঁচ অবশ্যই কমে রাখতে হবে

  5. 5

    এখন এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক কাপ জলে গুলে ওই মিশ্রণে দিয়ে দিতে হবে

  6. 6

    অবশেষে স্বাদ মতো নুন যোগ করে হালকা নাড়াচাড়া করে পাঁচ মিনিট পর গ্যাস বন্ধ করে ফ্রাইড রাইস বা লাচ্ছা পরোটার সঙ্গে পরিবেশন করলে একেবারে জমে যাবে গরমা-গরম চিলি ফিশ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Halder
Arpita Halder @arpi_foodcourt

Similar Recipes