স্পাইসি পমফ্রেট(Spicy Pomfret recipe in Bengali)

OINDRILA BHATTACHARYYA
OINDRILA BHATTACHARYYA @cook_24450101
Kolkata

#ebook2
জামাইষষ্ঠীর মহাভোজে স্পাইসি পমফ্রেটের রেসিপিটি খুব অল্প উপকরনে অতি সহজেই তৈরি করা যায়।

স্পাইসি পমফ্রেট(Spicy Pomfret recipe in Bengali)

#ebook2
জামাইষষ্ঠীর মহাভোজে স্পাইসি পমফ্রেটের রেসিপিটি খুব অল্প উপকরনে অতি সহজেই তৈরি করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৩ জন
  1. ৫-৬ টাপমফ্রেট মাছ
  2. মাছ ম্যারিনশানের জন্য
  3. ১/৪ চা চামচহলুদ গুঁড়ো
  4. ১/৪ চা চামচলঙ্কার গুঁড়ো
  5. স্বাদ মতনুন
  6. ১ টেবিল চামচসরিষার তেল
  7. মশলা পেস্ট এর জন্য
  8. ১ চা চামচ গোটা জিরা
  9. ১/২ চা চামচ গোটা সর্ষে
  10. ২টো বড়পেঁয়াজ কুচি
  11. ৪টেবিল চামচ নারকেলের টুকরো
  12. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  13. ২ চা চামচলঙ্কার গুঁড়ো
  14. অন্যান্য উপকরণ
  15. ২ চা চামচআদা-রসুন বাটা
  16. ১ চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়া
  17. ৩-৪ টা চেরা কাঁচা লঙ্কা
  18. প্রয়োজন অনুসারেতেল
  19. স্বাদ মতনুন
  20. স্বাদ মতচিনি

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    স্পাইসি পমফ্রেট বানানোর জন্য প্রথমে পমফ্রেট মাছ গুলো কে নুন, হলুদ, লঙ্কার গুঁড়া এবং সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে।

  2. 2

    এরপর ম্যারিনেট করা মাছ গুলো কে কড়াইতে তেল দিয়ে দুই সাইড ভালো করে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    এরপর স্পাইসি পমফ্রেট এর মশলা বানানোর জন্য গোটা জিরা এবং কালো সরষে শুকনো খোলায় ভেজে মিক্সার গ্ৰাইন্ডার এ মিহি পাউডার করে নিতে হবে।

  4. 4

    এবার মিহি করে রাখা জিরা ও সরষে র পাউডার,২ টো মাঝারী সাইজের কুচানো পিঁয়াজ,৪ টেবিল চামচ নারকেল টুকরো, হলুদ গুঁড়া এবং লঙ্কার গুঁড়া সমস্ত কিছু মিক্সার এ নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে।

  5. 5

    এবার কড়াইতে তেল দিয়ে তাতে তৈরি করা নারকেল পেঁয়াজ এর মশলার পেস্ট দিয়ে ৪-৫ মিনিট নাড়াচাড়া করে আদা রসুন বাটা,কাশ্মীরি লঙ্কার গুঁড়া এবং সামান্য জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে।

  6. 6

    এরপর মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা পমফ্রেট মাছ গুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ৫-৬ মিনিট অল্প আঁচে কষিয়ে চেরা কাঁচা লঙ্কা উপরে ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলতে হবে।

  7. 7

    তৈরি হয়ে গেল স্পাইসি পমফ্রেট। গরম গরম ভাত সহযোগে এই স্পাইসি পমফ্রেটের রেসিপির জুড়ি মেলা ভার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
OINDRILA BHATTACHARYYA
OINDRILA BHATTACHARYYA @cook_24450101
Kolkata
Ranna Korte khub I valobasi..
আরও পড়ুন

Similar Recipes