ক্যারট পরোটা (carrot parota recipe in Bengali)

Tumpa Roy
Tumpa Roy @tumpa_7022

#GA4 #week1
সকালে জল খাবারে হোক বা রাতের ডিনারে সবেতেই এই পরাঠা একটি উপাদেয় খাবার

ক্যারট পরোটা (carrot parota recipe in Bengali)

#GA4 #week1
সকালে জল খাবারে হোক বা রাতের ডিনারে সবেতেই এই পরাঠা একটি উপাদেয় খাবার

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
৩ জন
  1. 200 গ্রামআটা
  2. 1 কাপগ্রেটেড গাজর
  3. 1 চা চামচনুন
  4. 1/2 চা চামচলঙ্কাগুঁড়ো
  5. 1/2 চা চামচজোয়ান
  6. 1 চা চামচআমচুর গুঁড়ো
  7. 1টেবিল চামচ সাদা তেল
  8. প্রয়োজন মত জল
  9. 2টেবিল চামচ তেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    একটা ডিশে আটা,নুন,গ্রেটেড গাজর,জোয়ান,আমচুরগুঁড়ো,লঙ্কাগুঁড়ো,সাদাতেল 1চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে,

  2. 2

    আন্দাজমত জল দিয়ে ভাল করে মেখে একটা ডো বানিয়ে লেচি কেটে নিতে হবে,আর সেগুলো গুঁড়ো আটা দিয়ে বেলে নিতে হবে,

  3. 3

    প্যানে একটা করে বেলা রুটি দিয়ে দুপিট সেঁকে তেল ছড়িয়ে ভেজে নিলেই হয়ে যাবে,

  4. 4

    প্লেটে স্যালাড দিয়ে সাজিয়ে পরাঠা পরিবেশন করতে হবে,

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tumpa Roy
Tumpa Roy @tumpa_7022

Similar Recipes