হায়দ্রাবাদী ধোসা (Hyederabadi dosa recipe in Bengali)

Payeli Paul Datta
Payeli Paul Datta @payelicook123
হাওড়া

রোজ রোজ রাতে বাচ্ছারা রুটি খেতে না চাইলে বানাও এই ধোসা। স্বাদেও দারুন ও পুষ্টি কর খাবার।

হায়দ্রাবাদী ধোসা (Hyederabadi dosa recipe in Bengali)

রোজ রোজ রাতে বাচ্ছারা রুটি খেতে না চাইলে বানাও এই ধোসা। স্বাদেও দারুন ও পুষ্টি কর খাবার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
3 জন
  1. ব্যাটার
  2. 2 কাপচাল
  3. 1 কাপবিউলির ডাল
  4. 1/2 কাপছোলার ডাল
  5. স্বাদ মতোনুন
  6. গান পাউডার
  7. 2 চা চামচছোলা
  8. 2 চা চামচজিরে
  9. 1 চা চামচগোটা ধনে
  10. 2 চা চামচ সর্ষে
  11. 1 চা চামচবিউলির ডাল/ মুগ কড়াই
  12. স্বাদমতোইমলি /তেঁতুল
  13. 4-5 কোয়ারসুন
  14. প্রয়োজন অনুযায়ীকারিপাতা
  15. 1চিমটিহিং
  16. স্বাদ মতোনুন
  17. 5 টাশুকনো লঙ্কা
  18. 1 চা চামচকাশ্মীরী লঙ্কা
  19. উপমা
  20. 2 চা চামচসুজি
  21. 1 চা চামচ সর্ষে
  22. 2 কাপজল
  23. ভাজার জন্য
  24. 200 গ্রামমাখন
  25. 1 টা বড় পেঁয়াজ

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে ডাল চাল গুলো 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভাল ভাবে ফুলে উঠলে সব গুলো মিক্সি তে বেটে নিতে হবে। তাতে নুন দিয়ে মোটামুটি 5 ঘন্টা রুম টেমপারেচারে রেখে দিতে হবে।

  2. 2

    এবার গান পাউডার বানানো র জন্য সব উপকরণ গুলো শুকনো খোলায় ভেজে নিতে হবে। তারপর ঠান্ডা হলে মিক্সিতে গুড়ো করে নিতে হবে।

  3. 3

    সরষের তেলে সরষে ফোড়ন দিতে হবে। ফোড়ন হয়ে গেলে তাতে সুজি দিয়ে নেড়ে জল ঢেলে দিতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে সুজির পরিমাপের 5 গুন জল দিতে হবে। তারপর ফুটে ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে।

  4. 4

    এবার চাটু তে চাল ও ডালের ব্যাটার টা দিয়ে ঘুরিয়ে নিতে হবে । যখন ধোসা ব্যাটার টা টেনে নিতে থাকবে তখন মাঝে উপমা দিয়ে তার উপর গান পাউডার ও তার উপর মাখন 1 চামচ দিয়ে ঘুরিয়ে নিতে হবে। এবার ওপর থেকে পেঁয়াজ কুচি ছড়িয়ে আস্তে আস্তে ভাঁজ করে নিতে হবে। তৈরী হায়দ্রাবাদী ধোসা।

  5. 5

    গরম গরম চাটনি সহযোগে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Payeli Paul Datta
Payeli Paul Datta @payelicook123
হাওড়া
পেশা শিক্ষকতা, নেশা রান্না । সর্বোপরি নতুন নতুন রান্না করে সবাই কে খাওয়া তে ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes