রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৬ জন
  1. ১ লিটার দুধ
  2. ৩ টা ডিম
  3. পরিমাণমতোচিনি
  4. স্বাদমতোএলাচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে দুধ টাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। পুরা ঘন করে নিতে হবে।

  2. 2

    এরপর আমাদের ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে ভালো করে।

  3. 3

    দুধ ঘন হয়ে এলে, চামচ দিয়ে এক চামচ এক চামচ করে ফেটানো ডিম আমাদের দুধের সাথে মেশাতে হবে। এইভাবে পুরো ডিমটা আমাদের দুধের সাথে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    এরপর আমাদের এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা সর ছাড়তে থাকবে। এই ভাবেই আমাদের এটাকে ১৫ মিনিট করতে হবে। আমাদের রাবড়ি খুব ঘন হয়ে আসবে।

  5. 5

    এরপর আমারা মিষ্টির জন্য চিনি দিয়ে দেবো।

  6. 6

    রাবড়ি প্রায় হয়ে গেছে এটা ঘন হয়ে গেছে। তারপরে আমরা এটা নামিয়ে ঠান্ডা করার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেবো।

  7. 7

    আমাদের ডিমের রাবড়ি রেডি। খুবই সিম্পল রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananda Barman
Ananda Barman @cook_26585973
Siliguri, Darjeeling, West Bengal, 734010 Insta Id - foodie_key_
Cooking is the key to my life
আরও পড়ুন

Similar Recipes