সাউথ স্টাইলে সুজি উপমা (sauth style sooji upma recipe in Bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#GA4
Week5
আমি ধাধা থেকে উপমা বেছে নিয়েছি। আজ আমি মজার ও হেল্দি সাউথ স্টাইলে সুজি উপমা বানিয়েছি। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন।

সাউথ স্টাইলে সুজি উপমা (sauth style sooji upma recipe in Bengali)

#GA4
Week5
আমি ধাধা থেকে উপমা বেছে নিয়েছি। আজ আমি মজার ও হেল্দি সাউথ স্টাইলে সুজি উপমা বানিয়েছি। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কাপ সুজি
  2. ১ টা মাঝারি পেঁয়াজ কুচি
  3. ১ চা চামচ চানার ডাল
  4. ১ চা চামচ বিউলি ডাল
  5. ২ টেবিল চামচ চীনা বাদাম
  6. ১ টেবিল চামচ কাজু
  7. ৫-৬ টা কাঁচা লঙ্কা
  8. ২ চা চামচ কারি পাতা
  9. স্বাদ অনুযায়ী নুন
  10. পরিমান মততেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সব সামগ্রী গুলো একজায়গায় করে তারপর কড়াইতে সুজি দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে ।

  2. 2

    তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে চানা ডাল ও বিউলি ডাল দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে কারি পাতা ও কাঁচা লংকা দিয়ে আরো একটু নাড়াচাড়া করে নিতে হবে ।

  3. 3

    তারপর ওর মধ্যে চিনা বাদাম, কাজু দিয়ে মিশিয়ে ভেজে নিতে হবে তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচি ও নুন দিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে ।

  4. 4

    তারপর সব ভালো করে ভাজা হয়ে গেলে ২ কাপের মত জল দিয়ে ফুটতে দিতে হবে।

  5. 5

    জল ফুটে উঠলে সুজি ঢেলে দিয়ে নাড়তে হবে আর ঘনো হয়ে আসলে নামিয়ে নিতে হবে।

  6. 6

    এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করুন। সত্যি খেতে কিন্তু অসাধারণ ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes