চিলি পনির (Chilli paneer recipe in Bengali)

Ruby Bose
Ruby Bose @rubyz2

চিলি পনির (Chilli paneer recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৩ জন।
  1. ৩০০ গ্রাম পনির
  2. স্বাদ মতনুন
  3. ১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  4. ২ টেবিল চামচকর্ণফ্লাওয়ার ১ টেবিল চামচ জলে গুলে রাখতে হবে।
  5. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ২ চা চামচ ডার্ক সয়া সস
  7. ১ টেবিল চামচ রেড চিলি সস
  8. ১ টেবিল চামচ গ্রীন চিলি সস
  9. ১ চা চামচ চিনি
  10. ৩ টেবিল চামচ টমেটো কেচাপ
  11. ১ টেবিল চামচ সাদা ভিনিগার।
  12. ৭৫ গ্রাম হলুদ, লাল, সবুজ বেল পেপার ট্রেঙ্গল করে কাটা
  13. ১ টি ডাইস করে কাটা পেঁয়াজ
  14. ২টি কাঁচা লঙ্কা কুচি
  15. ১ টেবিল চামচ আদা কুচি
  16. ১ টেবিল চামচ রসুন কুচি
  17. ২ টেবিল চামচ রান্নার তেল
  18. ২ কাপ জল

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    একটি বাটিতে সস্, ভিনিগার, চিনি সব একসাথে মিশিয়ে রাখতে হবে।

  2. 2

    পনীরে স্বাদমতো নুন, গোল মরিচ গুঁড়ো, কণফ্লোর দিয়ে মিশিয়ে মেখে রাখতে হবে ২ মিনিট।

  3. 3

    প্রয়োজন মতো তেল দিয়ে পনীর হালকা লাল করে ভেজে নিতে হবে।

  4. 4

    কড়াই ২ টেবিল চামচ তেল দিয়ে গরম করে রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে আদা কুচি দিয়ে নাড়াচাড়া করে, লংকা কুচি দিয়ে নাড়াচাড়া করতে হবে।

  5. 5

    রসুন ও আদার কাচা গন্ধ চোলে গেলে পিয়াজ ও বেল পেপার দিয়ে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষন পর ফ্রেম লো করে মিশানো সস্ দিয়ে দিতে হবে।

  6. 6

    নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে। ফ্লেম হাই করে ফুটতে দিতে হবে। ফুটে উঠলে পনীর দিয়ে দিতে হবে । কণফ্লোর নাড়িয়ে নিয়ে ঢেলে দিতে হবে।

  7. 7

    কিছুক্ষণ পর গ্ৰ্যভী ঘণ হয়ে আসবে। হয়ে গেলে নামিয়ে নিতে হবে। স্পিং অনিয়ন দিয়ে গারনিস করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ruby Bose
Ruby Bose @rubyz2
আমি রান্না করতে খুব ভালোবাসি।নতুন নতুন রান্না করা আমার শখ ও তার সাথে এক্সপেরিমেন্ট ও চলতে থাকে। বলা বাহুল্য খেতে ও ভালোবাসি।বিভিন্ন ধরনের আর নানা দেশের খাবার চেখে দেখা আমার দুর্বলতা বটে।
আরও পড়ুন

Similar Recipes