লঙ্কা পোড়া লাল ভোলা (lonka pora lal bhola recipe in Bengali)

Luna Bose
Luna Bose @khanawithluna

#ebook2
বিভাগ5:- দূর্গা পূজা

বাংলায় মাছ শুধুমাত্র খাবারের একটি আইটেমই না, সংস্কৃতির একটি অঙ্গ।
তাই পুজোর সময় বাঙালির পাতে মাছের স্পেশাল মেনু অবশ্যই চাই। এই রেসিপি আমি লাল ভোলা মাছ দিয়ে বানিয়েছি। রুই কাতলা দিয়েও খুব ভালো হয়।

লঙ্কা পোড়া লাল ভোলা (lonka pora lal bhola recipe in Bengali)

#ebook2
বিভাগ5:- দূর্গা পূজা

বাংলায় মাছ শুধুমাত্র খাবারের একটি আইটেমই না, সংস্কৃতির একটি অঙ্গ।
তাই পুজোর সময় বাঙালির পাতে মাছের স্পেশাল মেনু অবশ্যই চাই। এই রেসিপি আমি লাল ভোলা মাছ দিয়ে বানিয়েছি। রুই কাতলা দিয়েও খুব ভালো হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
4 জন
  1. 500 গ্রামলাল ভোলা মাছ
  2. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  3. 8-10 টিশুকনো লঙ্কা
  4. 1/2 চা চামচজিরে
  5. 2 টি মাঝারি মাপেরটমেটো ছোট টুকরো করে কাটা
  6. 1 টেবিল চামচআদা বাটা
  7. 2 চা চামচধনে গুঁড়ো
  8. 1.5 চা চামচজিরে গুঁড়ো
  9. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  10. 2 টিকাঁচা লঙ্কা
  11. 1/2 চা চামচচিনি
  12. প্রয়োজন মতসর্ষের তেল
  13. প্রয়োজন মতধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    মাছ নুন ও 1/2 চা চামচ হলুদ মাখিয়ে রাখুন। শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করুন যতক্ষন না পোড়া গন্ধ আসে। তারপর 2-3টি সরিয়ে রাখুন গার্ণিশ করার জন্য। বাকিগুলি 15 মিনিট জলে ভিজিয়ে রেখে গ্রাইন্ডারে পিষে নিন।

  2. 2

    ধনে, জিরে ও লঙ্কা গুঁড়ো একসাথে মিশিয়ে অল্প জলে পেস্ট তৈরি করুন।

  3. 3

    কড়াই এ তেল গরম করে মাছ দুই দিক হালকা করে ভেজে তুলে রাখুন। এবার ওই তেলে জিরে ফোড়ন দিয়ে টমেটো, আদা বাটা, হলুদ গুঁড়ো ও মশলার পেস্ট দিয়ে ভাজুন। রান্না করুন যতক্ষণ না টমেটো নরম হয়।

  4. 4

    টমেটো নরম হলে নুন ও কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিন। এক কাপ জল মিশিয়ে ঢেকে দিয়ে রান্না করুন। ঝোল ফুটতে শুরু করলে মাছ দিয়ে 3-4 মিনিট রান্না করুন ঢেকে দিয়ে। তারপর মাছ ফ্লিপ করে আরো 3-4 মিনিট রান্না করুন। এবার চিনি ও লঙ্কা পোড়া পেস্ট মিশিয়ে দিন। 2 মিনিট রান্না করুন।

  5. 5

    গ্যাস অফ করে দিয়ে 1 টেবিল চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে দিন। ধনে পাতা ও লঙ্কা পোড়া দিয়ে গার্নিশ করে ভাতের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Luna Bose
Luna Bose @khanawithluna

Similar Recipes