শাক পনির (shak paneer recipe in bengali)

Madhumita Dasgupta
Madhumita Dasgupta @cook_16906395
জামশেদপুর
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জন।
  1. ৫০০ গ্রাম পালং শাক
  2. ৫০০ গ্রাম সর্ষে শাক
  3. ২৫০ গ্রাম পনির
  4. ৫ টি টম্যাটো কুচি
  5. ৩ টি পেঁয়াজ বাটা
  6. ১ টেবিল চামচ আদা বাটা
  7. ১ টেবিল চামচ রসুন বাটা
  8. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  9. ৫০ গ্রাম মাখন
  10. ৪ টি কাঁচালঙ্কা
  11. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  12. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  13. স্বাদমতোনুন।
  14. পরিমাণ মতো সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    পালং শাক ও সর্ষে শাক ভালো করে বেছে, ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে ঠান্ডা জলে কিছুক্ষন ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    এবার কাঁচা লঙ্কা দিয়ে শাক মিক্সি তে পিষে নিতে হবে।

  3. 3

    এবার তেল গরম করে একে একে সব বাটা মসলা, টম্যাটো কুঁচি, গুঁড়ো মসলা দিয়ে মসলা ভাজতে হবে।

  4. 4

    এর মধ্যে পনির এ নুন ও হলুদ মাখিয়ে আলাদা হালকা ভেজে রাখতে হবে।

  5. 5

    এতক্ষন এ মসলা ভাজা হয়ে গেলে শাক বাটা দিতে হবে। ভালো করে নাড়িয়ে রান্না করতে হবে।নুন ও চিনি দিতে হবে। খানিক্ষণ রান্না করে মাখন দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।

  6. 6

    শাক পনির তৈরি হয়ে গেলে গরম পরোটার সঙ্গে পরিবেশন করলে খেতে খুব ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhumita Dasgupta
Madhumita Dasgupta @cook_16906395
জামশেদপুর
মধু'স কিচেন
আরও পড়ুন

মন্তব্যগুলি (3)

Similar Recipes