পালক পনির(Palak Paneer recipe in Bengali)

Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১

#ebook2
#আমি রান্না ভালোবাসি
শীতকালে অনান্য সবজির মধ্যে থেকে এটি এমন একটি রেসিপি যা বাটার নান, রুটি বা পরোটা সবার সাথে বেশ জমে যায়। এটি হেল্থদি আর টেস্টি ও। খুব কম সময়ে হয়।

পালক পনির(Palak Paneer recipe in Bengali)

#ebook2
#আমি রান্না ভালোবাসি
শীতকালে অনান্য সবজির মধ্যে থেকে এটি এমন একটি রেসিপি যা বাটার নান, রুটি বা পরোটা সবার সাথে বেশ জমে যায়। এটি হেল্থদি আর টেস্টি ও। খুব কম সময়ে হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৪জন
  1. ৩০০ গ্রাম পালং শাক
  2. ২৫০ গ্রাম পনির
  3. ১ টি পেঁয়াজ কুচি
  4. ১টি টমেটো কুচি
  5. ১৬-১৭কোয়া রসুন কুচি
  6. ১ " আদা কুচি
  7. ৪ টেবিল চামচ সাদা তেল
  8. ১/২ চা চামচ গোটা জিরে
  9. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  10. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  11. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  12. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  13. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  14. স্বাদ মতো লবণ
  15. ২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  16. ৩ টি কাচা লঙ্কা চেরা
  17. ১ টেবিল চামচ কাজু বাটা

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    প্রথমে একটা বড় পাত্রে ২ লিটার জল চাপা দিয়ে গরম হতে দিলাম। পালং শাক এর পাতা ভালো করে ধুয়ে কেটে নিলাম। জল ফুটে উঠলে পালং পাতা গুলো ২ মিনিট গরম জলে ডুবিয়ে ছেকে তুলে নিলাম। পনির গুলো একটু বড় টুকরো করে কেটে নিলাম।

  2. 2

    অন্যদিকে সব জিনিস হাতের সামনে গুছিয়ে নিলাম, গ্যাসে একটি প্যান গরম হলে ওর মধ্যে ২ চামচ তেল দিয়ে গোটা জিরে দিয়ে নাড়াচাড়া করে রসুন কুচি, আদা, পেঁয়াজ, কাঁচালঙকা চেরা দিয়ে ২ মিনিট ভেজে নিলাম, একটু পেঁয়াজ এর কালার আলাদা হয়ে আসলে টমেটো গুলো দিয়ে আরো ২৷৩ মিনিট ভেজে নিলাম। এবার একটা মিকসারে পালক, পেঁয়াজ, আদা, রসুন, কাজু, কাঁচালঙকা ভাজা ঠান্ডা করে গ্রাইনড্ করে নিতে হবে একটু সামান্য জল দিয়ে।

  3. 3
  4. 4

    ঐ প্যানে তেল দিয়ে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটু ভেজে নিয়ে পালক এর পেস্ট টা ঢেলে নিয়ে ভালো করে মিশিয়ে একটু লবণ দিয়ে লো আঁচে হতে দিতে হবে চাপা দিয়ে ২৷৩ মিনিট। এরপর চাপা খুলে পনির টুকরো গুলো দিয়ে নাড়াচাড়া করে একটু খানি ফুটিয়ে গরম মসলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিতে হবে। উপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে আর একটু চীজ গ্রেট করে দিলেই পরিবেশনের জন্য তৈরি আমার পালক পনির।

  5. 5
  6. 6
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১
আমি রান্না করতে খুব ভালো বাসি। প্রতিটি রান্না আলাদা আলাদা ভাবে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes