কাঁচাকলার চপ(kachakolar chop recipe in bengali)

Anamika Chakraborty
Anamika Chakraborty @Anamika
আলিপুরদুয়ার

#as
#week2
বর্ষাকালে বিকেলের চা এর সাথে বৃষ্টী দেখার আনন্দ দ্বিগুণ করে তোলে এই চপ।

কাঁচাকলার চপ(kachakolar chop recipe in bengali)

#as
#week2
বর্ষাকালে বিকেলের চা এর সাথে বৃষ্টী দেখার আনন্দ দ্বিগুণ করে তোলে এই চপ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
3 জন
  1. 4 টিকাঁচাকলা
  2. 1 টি মাঝারি আলু
  3. 4 -5 টি কাঁচা লঙ্কা কুচি
  4. 3 টিপেঁয়াজ কুচি
  5. 1 টিগোটা রসুন
  6. 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো
  7. 1 চা চামচহলুদ গুঁড়ো
  8. 150 গ্রামলটে শুকনো মাছ
  9. স্বাদ মতনুন
  10. 4-5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  11. প্রয়োজন অনুযায়ীব্রেড ক্রাম্বস /পাউরুটির গুঁড়ো
  12. পরিমাণ মতভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে কাঁচাকলা ও আলু সেদ্ধ করে নুন, সামান্য হলুদ দিয়ে মেখে নিতে হবে।

  2. 2

    গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে গরম হলে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লংকা কুচি, শুকনো লঙ্কা গুড়ো ও শুকনো মাছ দিয়ে লটে শুঁটকি মাছের চাটনি তৈরি করে নিতে হবে।

  3. 3

    কর্নফ্লাওয়ার একটি বাটিতে গুলে রাখতে হবে। একটি প্লেটে ব্রেড ক্রামস ছড়িয়ে রাখতে হবে।

  4. 4

    এবার কাঁচাকলা মাখা থেকে কিছুটা নিয়ে মাঝখানে শুঁটকি মাছের চাটনি দিয়ে ডিম্বাকৃতি করে নিতে হবে।

  5. 5

    এবার কড়াইয়ে তেল গরম হতে দিতে হবে।

  6. 6

    একটি করে চপ নিয়ে কর্নফ্লাওয়ার এর গোলায় ডুবিয়ে তারপর ব্রেড ক্রামস মাখিয়ে ভেজে তুলতে হবে।

  7. 7

    তৈরি কাঁচাকলার চপ, যা গরম গরম চা এর সাথে বৃষ্টীর আনন্দ উপভোগ বাড়িয়ে তোলে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anamika Chakraborty
আলিপুরদুয়ার
আমি homemaker আমি রান্না করতে ও নানান রান্নায় নতুনত্ব আনতে ভালোবাসি ।
আরও পড়ুন

Similar Recipes