লুচির সাথে আলুর দম(luchir satha alurdom recipe in bengali)

Barnali Debdas
Barnali Debdas @Barnalifoodyworld

এটি আপনারা লুচি পরোটার সাথে খেতে পারেন।

লুচির সাথে আলুর দম(luchir satha alurdom recipe in bengali)

এটি আপনারা লুচি পরোটার সাথে খেতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫মিনিট
১জন
  1. ১কাপ ময়দা
  2. ১কাপ সাদাতেল
  3. স্বাদমতোচিনি
  4. স্বাদ অনুসারেলবণ
  5. ১বাটি ছোটো আলু
  6. পরিমাণ মতো সামান্য মটরশুঁটি
  7. ১চা চামচ হলুদের গুঁড়ো
  8. ১চা চামচ লঙ্কার গুঁড়ো
  9. ১চা চামচ জিরের গুঁড়ো
  10. ১চা চামচ গোটা জিরে
  11. ১ চা চামচ লাল ফুডকালার
  12. ১টি পেঁয়াজ কুচি
  13. ১ চা চামচ আদা ও রসুনের পেষ্ট

রান্নার নির্দেশ সমূহ

১৫মিনিট
  1. 1

    ১মে ময়দাটাকে তেল লবণ চিনি লাল ফুডকালার দিয়ে মেখে ৫মিনিট ঢেকে রাখবেন।এরপর ময়দাটাকে লুচির মতো বেলে নিবেন।এরপর কড়াইতে তেল দিয়ে লুচি গুলো ভেজে নিবেন।

  2. 2

    এরপর ছোটো আলুগুলো বয়েল করে নিবেন।এরপর কড়াইতে তেল দিবেন।তেল গরম হলে জিরে ফোড়ন দিবেন।এরপর পেয়াজকুচি দিবেন।পেয়াজটা ভাজা হলে আদা ও রসুনের পেষ্ট দিবেন।এরপর একে একে হলুদের গুড়ো লবণ লঙ্কার গুড়ো দিবেন।

  3. 3

    এরপর ছোটো আলুগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে জল দিবেন।এরপর মটরশুঁটি দিবেন।গ্ৰেভিটা ঘনো হলে আলুর দমটি নামিয়ে ফেলবেন।এরপর ১টি ডিশে লুচির সাথে আলুর দমটি আপনার পছন্দ মতো সাজিয়ে নিবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Barnali Debdas
Barnali Debdas @Barnalifoodyworld

মন্তব্যগুলি (6)

Similar Recipes