পুর ভরা মটরশুঁটির শাহী কোপ্তা কারি (Pur vora matarshunti r sahi kofta curry recipe in Bengali)

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

#GA4
#week20
Kofta

মটরশুঁটির মুখোরোচক এই রেসিপিটা আমার মামার বাড়ির দিদার কাছ থেকে শেখা । এটা পোলাও , রুটি বা নানের সাথে খুব ভালো লাগে ।

পুর ভরা মটরশুঁটির শাহী কোপ্তা কারি (Pur vora matarshunti r sahi kofta curry recipe in Bengali)

#GA4
#week20
Kofta

মটরশুঁটির মুখোরোচক এই রেসিপিটা আমার মামার বাড়ির দিদার কাছ থেকে শেখা । এটা পোলাও , রুটি বা নানের সাথে খুব ভালো লাগে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জনের
  1. কোপ্তার জন্য----
  2. 150 গ্রামছাড়ানো মটরশুঁটি
  3. 30 গ্রামছোলার ডাল
  4. 2 টেবিল চামচকর্নফ্লাওয়ার
  5. 1/4 চা চামচবেকিং পাউডার
  6. স্বাদমত নুন
  7. স্বাদমত চিনি
  8. 1 টাকাঁচা লংকা কুচি
  9. 1 চা চামচআদা বাটা
  10. পুরের জন্য----
  11. 1/4 কাপজল ঝড়ানো ছানা
  12. 1 টেবিল চামচকাজু কুচি
  13. 1 টেবিল চামচকিসমিস কুচি
  14. গ্রেভির জন্য----
  15. 2 টোতেজপাতা
  16. 2 টোশুকনো লংকা
  17. 1 টাকাঁচা লংকা
  18. 4 টেছোট এলাচ
  19. 4 টেলবঙ্গ
  20. 1 টাবড় টুকরো দারচিনি
  21. 2 চা চামচআদা বাটা
  22. 1 টাছোট টমেটো কুচি
  23. 1 চা চামচকাজু
  24. 1 চা চামচচার মগজ
  25. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  26. 1/2 চা চামচকাশ্মীরি লংকা গুঁড়ো
  27. 1/2 চা চামচশাহী গরম মশলা গুঁড়ো
  28. পরিমান মত সরষের তেল
  29. 1 চা চামচঘী
  30. 1 মুঠোধনেপাতা কুচি
  31. স্বাদমতনুন
  32. স্বাদমতচিনি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    সব উপকরন এক জায়গায় নিতে হবে । কাজু আর চার মগজ বেটে নিতে হবে ।

  2. 2

    মটরশুঁটি সেদ্ধ করে একটু অমসৃন করে পেস্ট করে নিতে হবে । ছোলার ডাল সারা রাত ভিজিয়ে বেটে নিতে হবে ।

  3. 3

    এবার কোপ্তা তৈরীর সব উপকরন একসাথে একটা মিক্সিং বোলে নিয়ে ভালো করে মেখে নিতে হবে । কাজু কুচি কিসমিস কুচি আর ছানা একসাথে মিশিয়ে পুর রেডি করে নিতে হবে ।

  4. 4

    এবার কোপ্তার মিশ্রন থেকে সমান ছটা ভাগে ভাগ করে পুর ভর্তী করার জন্য খোল তৈরী করে পুর ভরে নিতে হবে । ভালো করে গোল করে কোপ্তার আকার দিতে হবে ।

  5. 5

    এবার কড়ায় পরিমান মত তেল গরম করে কোপ্তা গুলো ভেজে তুলে নিতে হবে ।

  6. 6

    এবার ঐ তেলে তেজপাতা, শুকনো লংকা, কাঁচা লংকা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে ভাজতে হবে ।

  7. 7

    এবার একটা পাত্রে আদাবাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লংকা গুঁড়ো, নুন নিয়ে একটু জল দিয়ে পেস্ট তৈরি করে কড়াইতে দিয়ে দিতে হবে । কসতে হবে ।

  8. 8

    কসা হয়ে গেল কাজু আর চার মগজে বাটা দিয়ে আর‌ও একটু কসে অল্প পরিমানে জল দিতে হবে । লো ফ্লেমে কিছুক্ষন কুক করতে হবে ।

  9. 9

    গ্রেভি গাঢ় হয়ে এলে নুন, চিনি, ধনেপাতা কুচি আর শাহী গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে কোপ্তা গুলো দিয়ে 1 মিনিট ফুটিয়ে ঘী ছড়িয়ে নামাতে হবে ।

  10. 10

    গরম গরম সার্ভ করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

Similar Recipes