আমাদা বাটা মাছের ঝোল (Am aada batar macher jhol recipe in Bengali)

Soumyashree Roy Chatterjee
Soumyashree Roy Chatterjee @cook_20212524

#ফেব্রুয়ারি২

আমাদা বাটা মাছের ঝোল (Am aada batar macher jhol recipe in Bengali)

#ফেব্রুয়ারি২

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
  1. 200 গ্রামবাটা মাছ
  2. 2 ইঞ্চিআম আদা
  3. 1 টিটমেটো কুচি
  4. 1 চা চামচআদা বাটা
  5. 2-4 টিশুকনো লঙ্কা
  6. 2 টেবিল চামচ সর্ষের তেল
  7. 1 চা চামচকালো জিরে
  8. 1 চা চামচআদা বাটা
  9. স্বাদ মতলবণ
  10. পরিমাণ মতো জল
  11. 1 চা চামচহলুদ গুঁড়ো
  12. 1 চা চামচজিরা গুঁড়ো
  13. 1 চা চামচকাশ্মীরী লঙ্কার গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে মাছগুলো নুন হলুদ মাখিয়ে খুব ভালোভাবে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    এবার ওই দিলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোঁড়ন দিতে হবে। আদাবাটা, ধনে গুঁড়ো, ও হলুদ অল্প জল দিয়ে মিশিয়ে ঢেলে দিতে হবে। এবার মশলাটা ভাজতে হবে।

  3. 3

    মশলাটা ভাজা হলে টমেটো গুলো দিতে হবে এবং লবণ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, ঢাকা দিয়ে 1/2 মিনিট কষাতে হবে।

  4. 4

    মশলাটা ভালোভাবে ভাজা হলে পরিমাণমতো গরম জল দিতে হবে। ঢাকা দিয়ে ফুটে দিতে হবে।

  5. 5

    আম আদা ভালো করে ধুয়ে গ্রেট করে নিতে হবে। জলকে ফুটে উঠলে তার মধ্যে বাটা মাছ ভাজা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিতে হবে।

  6. 6

    ঝোল ফুটে উঠলে আম আদা দিয়ে কয়েক সেকেন্ড ফুঁটিয়ে গ্যাস বন্ধ করে টাকা দিতে হবে।

  7. 7

    তৈরি হয়ে গেল সুস্বাদু আম আদা বাটা মাছের ঝোল। গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soumyashree Roy Chatterjee

মন্তব্যগুলি

Similar Recipes