সজনে ডাঁটা সিম আলু দিয়ে মাছের ঝোল (Sajne danta aloo diye macher jhol recipe in Bengali)

Kamala Dey
Kamala Dey @cook_26781201

সজনে ডাঁটা সিম আলু দিয়ে মাছের ঝোল (Sajne danta aloo diye macher jhol recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৩জন
  1. ৫০০গ্রামমাছ
  2. ৩০০গ্রামআলু
  3. ১৫০গ্রামশিম
  4. ১০০গ্রামসজনে ডাঁটা
  5. ১চা চামচপেঁয়াজ বাটা
  6. ১/২চা চামচরসুন বাটা
  7. ১/২চা চামচআদাবাটা
  8. ১টিট্যমেটো
  9. ১চা চায়চহলুদ গুঁড়ো
  10. ১/২চা চমচজিরে গুঁড়ো
  11. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  12. ১/২চা চামচলঙ্কা গুঁড়ো
  13. ২চা চমচনুন
  14. ২০০গ্রামসর্ষের তেল
  15. পরিমাণ মতোজিরে ও শুকনো লঙ্কা ফোড়নের জন্য

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে ১০মিনিট মতো রেখে তেলে ভেজে নিতে হবে।

  2. 2

    ওই তেলে ফোড়ন দিয়ে তাতে সব সবজি দিয়ে হালকা ভেজে নিতে হবে।এরপর এতে সমস্ত বাটা গুলো দিয়ে ঢাকা দিয়ে কষাতে হবে।মশলা কষলে তাতে আগে থেকে অল্প জলে ভিজিয়ে রাখা হলুদ ধনে জিরে লঙ্কা গুঁড়ো ও নুনের মিশ্রণ দিয়ে কষাতে হবে।

  3. 3

    কষে গেলে তাতে মাছ গুলো দিয়ে জল দিয়ে দিতে হবে।এরপর এটা ফুটলে গ্যাস কমিয়ে বাটা দিয়ে সব সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Dey
Kamala Dey @cook_26781201

Similar Recipes