পুরভরা মুচমুচে বেগুন ভাজা(pur bhora muchmuche begun bhaja recipe in Bengali)

Disha D'Souza
Disha D'Souza @cook_12047897

#স্মলবাইটস
এই পদটি শুধু শুধু সস দিয়ে বা ভাতের সঙ্গে বা মুড়ি দিয়েও খেতে পারেন। সাধারণ বেগুন ভাজার থেকে একটু ভিন্ন ধরনের করার চেষ্টা করলাম যাতে পেটের ও চোখের ছোট ছোট খিদেগুলো মেটানো যায়।

পুরভরা মুচমুচে বেগুন ভাজা(pur bhora muchmuche begun bhaja recipe in Bengali)

#স্মলবাইটস
এই পদটি শুধু শুধু সস দিয়ে বা ভাতের সঙ্গে বা মুড়ি দিয়েও খেতে পারেন। সাধারণ বেগুন ভাজার থেকে একটু ভিন্ন ধরনের করার চেষ্টা করলাম যাতে পেটের ও চোখের ছোট ছোট খিদেগুলো মেটানো যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২-৩ জন
  1. পুরের বেগুন ভর্তার জন্য লাগবে:-
  2. ১ টি পোড়ানো বেগুন (চটকানো)
  3. ১ টি পোড়ানো পেঁয়াজ (চটকানো)
  4. ২ কোয়া পোড়ানো রসুন (চটকানো)
  5. স্বাদ মতনুন
  6. ১ টেবিল চামচ সর্ষের তেল
  7. পুরের বাকি অংশের জন্য লাগবে:-
  8. ১ টেবিল চামচ ধনেপাতা কুচি
  9. ২ টেবিল চামচ ছোট ছোট কিউব করে কাটা চিজ
  10. বেগুন ভাজার জন্য লাগবে:-
  11. ৬-৮টা পুরু চাকা করে কাটা বেগুন
  12. স্বাদ মত নুন
  13. ব্যাটার বানাতে লাগবে:-
  14. ১/৪ কাপ কর্নফ্লাওয়ার
  15. ২ টেবিল চামচ চালের গুঁড়ো
  16. ১ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
  17. ১ চিমটি কালোজিরা
  18. স্বাদমত নুন
  19. ১/২ কাপ জল
  20. ভাজার জন্য লাগবে:-
  21. ১/২ কাপ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে পুরের জন্য বেগুন ভর্তা বানিয়ে নিতে হবে।

  2. 2

    এবার চাকা করে কাটা বেগুনে নুন মাখিয়ে নিতে হবে। এতে পোড়ানো বেগুনের ভর্তা, অল্প ধনেপাতা কুচি এবং দুটো ছোট চিজ কিউব দিতে হবে।

  3. 3

    এর উপর আরেকটি চাকা করে কাটা বেগুন দিয়ে দিতে হবে।

  4. 4

    ব্যাটার এর সমস্ত উপকরণ একত্রে মেশাতে হবে এবং পুর ভরা বেগুন এই ঘন ব্যাটারে কোট করে নিতে হবে।

  5. 5

    দুপিঠ লাল করে ভেজে তুলতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Disha D'Souza
Disha D'Souza @cook_12047897

Similar Recipes