সজনে ডাটা বড়ি আলু পোস্ত "বাঙালি স্টাইলে" (sojne data aloo posto recipe in Bengali)

Moumita Das
Moumita Das @cook_21966765
Visit My Channel

#রাঁধুনি
#নববর্ষের রেসিপি

মৌসুমের সাথে আসে নতুন নতুন সবজি আর ফলমূল। এখন মৌসুম সজনেডাঁটার। পুষ্টিগুণে ভরপুর এই সবজি স্বাদে-গন্ধে ভরিয়ে তোলে ভাতের পাত। বাজারে এই সবজি বেশ সস্তাতেই পাওয়া যাচ্ছে। তাই জানা থাকা চাই সজনে ডাটার রেসিপি। এই সবজির রেসিপি নিয়ে আজকের আয়োজন।ডাটার মধ্যে সবচেয়ে উপকারী ডাটা হল সজনে। এটা গরমকালের চিকেন পক্স এর হাত থেকে রক্ষা করে ।
ডাটা বড়ি আলু পোস্ত বানাতে কি কি উপকরণ লাগবে ।

সজনে ডাটা বড়ি আলু পোস্ত "বাঙালি স্টাইলে" (sojne data aloo posto recipe in Bengali)

#রাঁধুনি
#নববর্ষের রেসিপি

মৌসুমের সাথে আসে নতুন নতুন সবজি আর ফলমূল। এখন মৌসুম সজনেডাঁটার। পুষ্টিগুণে ভরপুর এই সবজি স্বাদে-গন্ধে ভরিয়ে তোলে ভাতের পাত। বাজারে এই সবজি বেশ সস্তাতেই পাওয়া যাচ্ছে। তাই জানা থাকা চাই সজনে ডাটার রেসিপি। এই সবজির রেসিপি নিয়ে আজকের আয়োজন।ডাটার মধ্যে সবচেয়ে উপকারী ডাটা হল সজনে। এটা গরমকালের চিকেন পক্স এর হাত থেকে রক্ষা করে ।
ডাটা বড়ি আলু পোস্ত বানাতে কি কি উপকরণ লাগবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫-২০ মিনিট
৪ জনের জন্য
  1. ৪ টি সজনে ডাটা (ছোট ছোট করে কেটে নিতে হবে)
  2. ২ টিআলু
  3. ১/২ চা চামচপাঁচফোড়ন
  4. ১ টিগোটা শুকনো লঙ্কা
  5. ১৫-২০ টিবড়ি
  6. ১ টি টমেটো (কুচি করে নিতে হবে)
  7. ১/২ চা চামচহলুদ
  8. স্বাদ অনুযায়ী নুন
  9. স্বাদ অনুযায়ীলঙ্কার গুঁড়ো
  10. ১/২ চা চামচ চিনি
  11. ২ টি গোটা কাঁচা লঙ্কা
  12. ২ টেবিল চামচ পোস্ত বাটা
  13. প্রয়োজন অনুযায়ীরান্নার জন্য সাদা তেল
  14. প্রয়োজন অনুযায়ীজল

রান্নার নির্দেশ সমূহ

১৫-২০ মিনিট
  1. 1

    প্রথমে ডাঁটার আঁশ ছাড়িয়ে ছোট করে কেটে নিতে হবে। আলুটাকে ও খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিতে হবে। টমেটো টাকে ও ছোট টুকরো করে কেটে নিতে হবে।

  2. 2

    এরপর পোস্তটাকে বেটে নিতে হবে দুটো কাঁচালঙ্কা দিয়ে ।

  3. 3

    কড়াইতে তেল গরম করে তাতে বড়ি গুলো ভেজে নিতে হবে । অল্প আঁচে বড়ি গুলো লাল লাল করে ভেজে নিতে হবে । বেশি আঁচে ভাজলে বড়ি গুলো পুড়ে যাবে তখন খেতে একদমই ভালো লাগবেনা । ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিতে হবে ।

  4. 4

    এরপর পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে । আলুটা দিয়ে দিতে হবে । ২ মিনিট আলুটা ভালোভাবে কষিয়ে নিতে হবে ।

  5. 5

    এরপর আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে কেটে রাখা ডাটা গুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে । ডাটা টা দিয়ে ১ মিনিট ভালোভাবে সাঁতলে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় ।

  6. 6

    এরপর সাঁতলানো হলে স্বাদ অনুযায়ী নুন দিতে হবে । হলুদ দিতে হবে । টমেটো কুচি টাও দিয়ে দিতে হবে । অল্প কিছুক্ষণ সব একসাথে ভালোভাবে মিশিয়ে সাঁতলে নিতে হবে । অল্প একটু চিনি দিতে হবে । লঙ্কার গুঁড়ো টাও দিয়ে দিতে হবে । আবার ও ভালোভাবে মিশিয়ে নিতে হবে

  7. 7

    এরপর বেটে রাখা পোস্ত টা দিয়ে দিতে হবে । পোস্ত টা দিয়ে বেশি ভাজবেন না, বেশি ভাজলে তেতো হয়ে যাবে । এবার পরিমাণমতো জল দিয়ে দিতে হবে । পনেরো থেকে কুড়ি মিনিটের জন্যে সেদ্ধ করতে হবে, ঢাকা দিয়ে রাখতে হবে সিদ্ধ হওয়ার জন্য । গ্যাস থেকে নামানোর আগে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিতে হবে । বড়ি গুলো দিয়ে বেশি ফোটাবেন না ।ব্যাস হয়ে গেল সজনে ডাটা আলু বড়ি পোস্ত। গরমের দুপুরে সজনেডাঁটার এই তরকারি পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে।

  8. 8

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moumita Das
Moumita Das @cook_21966765
Visit My Channel
http://www.youtube.com/c/GoodMorningKolkata
আরও পড়ুন

Similar Recipes