দই ফুচকা (doi fuchka recipe in Bengali)

তৃপ্তি ধর
তৃপ্তি ধর @1980tripti

দই ফুচকা (doi fuchka recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
4জন
  1. 2 টিপাপড়ির প্যাকেট
  2. 1 টি ছোট আলু
  3. 1/2পেঁয়াজ মিহি করে কাটা
  4. 1/2টমেটো মিহি করে কাটা
  5. স্বাদ অনুযায়ীকাঁচালঙ্কা
  6. 1/2 চা চামচআমচুর মসলা
  7. 1টেবিল চামচ লেবুর রস
  8. স্বাদ অনুযায়ীবিট নুন
  9. 2 চা চামচধনেপাতা কুচি
  10. প্রয়োজন অনুযায়ী তেঁতুল
  11. 1 +1চা চামচ পাঁচফোড়ন আর মৌরি মিশিয়ে
  12. 2 টেশুকনো লঙ্কা
  13. 1 টিতেজ পাতা
  14. পরিমাণ মতচিনি
  15. 1/4 চা চামচসাদা নুন
  16. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  17. 1/2 চা চামচধনে জিরা শুকনো তাওয়ায় ভেজে গুঁড়া করে নিতে হবে
  18. 2টেবিল চামচ দই ভালো করে ফাটানো
  19. প্রয়োজন অনুযায়ী তেল

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    আলুর খোসা ছাড়িয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম প্রথমে,তারপর ওর সাথে বিটনুন, আমচুর পাউডার, পেঁয়াজ টমেটো ধনেপাতা ও কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস, ভাজা ধনে আর জিরে দিয়ে ভাল করে চটকে মেখে নিলাম।

  2. 2

    একটা বাটিতে তেঁতুল ভিজিয়ে চটকে ক্যাথ বানালাম।

  3. 3

    কড়াইয়ে এক টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে পাচফোরন একটি গোটা শুকনো লঙ্কা ও তেজপাতা দিতে হবে এইবার হলুদ ও লবণ দিয়ে নাড়িয়ে তেতুল মাখা জল ঢেলে দিতে হবে। জল ফুটে উঠলে পরিমাণমতো চিনি দিতে হবে ঠান্ডা করে সরিয়ে রাখলাম।

  4. 4

    শুকনো তাওয়া গরম করে তার মধ্যে পাঁচফোড়ন, মৌরি ও দুটি গোটা শুকনো লঙ্কা ভেজে নিতে হবে,এবার ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে একটি গুঁড়ো মশলা বানিয়ে নিলাম।এইবার চাটনির মধ্যে গুঁড়ো মসলা মিশিয়ে নিলাম।

  5. 5

    কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে রেডিমেড ফুচকা গুলো ভেজে নিলাম।

  6. 6

    এবার ফুচকার মাথায় ফুটো করে ভেতরে আলুর পুর ভরে উপর দিয়ে এক চামচ দই ও হাফ চামচ তেঁতুলের চাটনি দিয়ে ওপর থেকে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি দিয়ে দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
তৃপ্তি ধর

মন্তব্যগুলি

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
বেশ ভালো লাগলো রেসিপি টা👍
প্রেসেনটেশন ও বেশ সুন্দর
🌷🌷
সময় পেলে আমার রেসিপি গুলো দেখো ভালো লাগলে লাইক ও কমেন্ট দিও🌷অনুসরণ দিও ইচ্ছে হলে🌹

Similar Recipes