গোলাপজাম (golapjam recipe in bengali)

Ananya Roy
Ananya Roy @cook_ananyaroy
Kolkata

#মা২০২১
আমার মায়ের মিষ্টি খুব পছন্দের জিনিস। সেই মিষ্টি যদি হয় গোলাপজাম তো আর কোনো কথাই হবেনা। আমার হাতের তৈরি এই মিষ্টি খেয়ে মা বলেছে, যেকোনো বড় দোকানকে হার মানিয়ে দিবি তো। প্রথমবারেই এতোটা ভালো হবে, সত্যি আশা করিনি।

গোলাপজাম (golapjam recipe in bengali)

#মা২০২১
আমার মায়ের মিষ্টি খুব পছন্দের জিনিস। সেই মিষ্টি যদি হয় গোলাপজাম তো আর কোনো কথাই হবেনা। আমার হাতের তৈরি এই মিষ্টি খেয়ে মা বলেছে, যেকোনো বড় দোকানকে হার মানিয়ে দিবি তো। প্রথমবারেই এতোটা ভালো হবে, সত্যি আশা করিনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা 40মিনিট
12 জনের জন্য
  1. 2 কাপআমূল স্প্রে
  2. 2 .5 টেবিল চামচ ঘি
  3. 1 চা চামচবেকিং পাউডার
  4. পরিমাণ মত তরল দুধ, (আমার মোটামুটি 1/2 কাপ লেগেছে)
  5. 4টেবিল চামচ ময়দা
  6. 4 কাপচিনি
  7. 8 কাপজল
  8. 6 টিছোট এলাচ
  9. 2 চিমটিজাফরান
  10. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা 40মিনিট
  1. 1

    প্রথমে আমূল স্প্রে, ময়দা, বেকিং পাউডার, 2 টেবিল চামচ ঘি ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে তরল দুধ মিশিয়ে একটি চটচটে মন্ড বানিয়ে নিন। 5 মিনিট পর হাতে ঘি লাগিয়ে ছোট ছোট বল গড়ে নিন।

  2. 2

    তেল হাল্কা গরম হলে কয়েকটি করে বল দিন। আঁচ কমিয়ে ভাজুন। একটু পর থেকে উল্টে পাল্টে দিন হাল্কা হাতে। ভাজা হলে তুলে নিন। এভাবে সবগুলো ভাজুন।

  3. 3

    অন্য একটি কড়াইতে চিনি, জল দিন। ছোট এলাচের মুখ ফাটিয়ে দিন। জাফরান দিন। 10 মিনিট ফুটিয়ে নিন। গোলাপজাম গুলো হাল্কা গরম অবস্থাতে রসে দিন।

  4. 4

    এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে 10-15মিনিট রাখুন। ঢাকনা খুলে আরোও 10 মিনিট রেখে দিন মাঝারি আঁচে।

  5. 5

    এবার গ্যাস বন্ধ করে অন্তত 4-5 ঘন্টা ওভাবেই ঢাকা দিয়ে রাখুন। তারপর পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananya Roy
Ananya Roy @cook_ananyaroy
Kolkata
I love cooking. Want to learn more cooking recipes.
আরও পড়ুন

Similar Recipes