গাজরের পরোটা (gajarer paratha recipe in Bengali)

Aparna Bhowmik
Aparna Bhowmik @cook_apu

গাজরের পরোটা (gajarer paratha recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
২ জন
  1. ২ টো গাজর গ্ৰেট করা
  2. ১/২ চা চামচ গোটা জিরা
  3. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  4. ১/২ চা চামচ চাট মশলা
  5. ১/২চা চামচ গরম মশলা গুঁড়ো
  6. ২ টো কাঁচা লঙ্কা
  7. ১ চিমটি হলুদ গুঁড়ো
  8. ৪-৫ টা ধনেপাতার ডাল
  9. ১/২ পাতিলেবুর রস
  10. ৭৫ গ্রাম রিফাইন্ড তেল
  11. স্বাদ অনুযায়ীনুন
  12. ১.৫ কাপ ময়দা
  13. প্রয়োজন অনুযায়ীময়দা মাখার জন্য কুসুম গরম জল

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে একটি ফ্রাই প্যান গ্যাসে চাপিয়ে ১ চা চামচ রিফাইন তেল গরম করে তাতে গোটা জিরা ফোড়ন দিয়ে গ্ৰেট করা গাজর গুলো দিয়ে ২-৩ মিনিট নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, গরম মসলা গুঁড়ো দিয়ে ভালো করে কষে, ধনেপাতা কুচি আর লেবুর রস মিশিয়ে নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে।

  2. 2

    তারপর ময়দা নিয়ে তাতে প্রয়োজন মতো নুন আর ১ আর ১/২ টেবিল চামচ তেল দিয়ে ভালো করে ময়দাতে জরিয়ে হালকা কুম কুম গরম জল দিয়ে ময়দা মেখে নিতে হবে। মাখা ময়দাকে ১০ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে।

  3. 3

    তারপর ময়দার লেচি কেটে নিতে হবে। লেচি গুলোর ভেতরে গাজরের পুর ভরে রুটির আকারে বেলে নিতে হবে।

  4. 4

    তারপর গ্যাসে একটা ফ্রাইপ্যান বসিয়ে পরটা গুলো ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aparna Bhowmik
Aparna Bhowmik @cook_apu

Similar Recipes