ডিম-গাজরের তাওয়া ফ্রাই(dim gajarer tawa fry recipe in Bengali)

Somashree Bose
Somashree Bose @cook_27059734

ডিম-গাজরের তাওয়া ফ্রাই(dim gajarer tawa fry recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15মিনিট
2জন
  1. 2টিডিম
  2. 1টি মাঝারিগাজর
  3. 1টেবিল চামচক্যাপ্সিকাম
  4. 1টেবিল চামচফুলকপি
  5. 1টেবিল চামচবিন্স
  6. 1টেবিল চামচ কড়াইশুঁটি
  7. 1টি মাঝারিপেঁয়াজ
  8. 1চা চামচআদা কুঁচি
  9. 1চা চামচরসুন কুচি
  10. 2চা চামচ টমেটো সস ( ঐচ্ছিক)
  11. 1চা চামচগোলমরিচ গুঁড়ো
  12. 1চা চামচকাঁচা লঙ্কা (ঐচ্ছিক)
  13. স্বাদ মতনুন
  14. 1.5টেবিল চামচসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

15মিনিট
  1. 1

    গাজর সহ সব সব্জি ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিতে হবে।

  2. 2

    একটা কড়াইতে অল্প তেল গরম করে তাতে নুন দিয়ে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিতে হবে। ডিম ঝুরো করে ভেজে নিতে হবে। ডিম ভাজা টা হয় গেলে আলাদা করে তুলে রাখতে হবে।

  3. 3

    এবার কড়াইতে বাকি তেল টা দিয়ে গরম করতে হবে। তেল গরম হলে তাতে আদা-রসুন কুচি দিতে হবে। ভাজা গন্ধ বের হলে পেঁয়াজ আর ক্যাপ্সিকাম ছাড়া বাকি সব্জি একে একে দিতে হবে। ভালো করে সব্জি গুলো নেড়ে নিতেহবে।

  4. 4

    সব্জি অর্ধেক ভাজা হলে পেঁয়াজ দিতে হবে। কিছুক্ষন ভেজে নিয়ে ক্যাপ্সিকাম আর আগে থেকে ভেজে রাখা ডিম টা দিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একে একে নুন, লঙ্কা, গোলমরিচ আর সস মেশাতে হবে।

  5. 5

    সব কিছু একসাথে মিনিট খানেক নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।
    গরম গরম ডিম গাজরের তাওয়া ফ্রাই তৈরী।

  6. 6

    বি. দ্র. নিরামিষ ভাবে তৈরী করতে চাইলে ডিম এর পরিবর্তে পনীর /মাশরুম ব্যবহার করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Somashree Bose
Somashree Bose @cook_27059734
আমি একজন সোশ্যাল ওয়ার্কার।আগে বাচ্ছাদের নিয়ে কাজ করতাম ngo তে। এখন একজন মেডিকেল সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করছি।আমার বাড়িতে আমার মা, দিদিমা, মাসিরা, আমার কাকিমা, আমার শাশুড়িমা সর্বোপরি আমার স্বামী ভীষণ ভালো রান্না করেন। আর আমার মন খারাপ দূর করার ওষুধ হলো রান্না বান্না। আমি নিজে খুব ভালোবাসি খেতে এবং খাওয়াতে।আমি নিজের কাজের জন্য আগে গ্রামে ছিলাম বহু বছর। খুব ভালো লাগতো ওদের সাদামাটা উপকরণ দিয়ে খুব সুস্বাদু রান্না গুলো। আমাদের রান্না ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে অপূর্ব সব খাওয়ার খাওয়াতো ওরা।
আরও পড়ুন

মন্তব্যগুলি (4)

Similar Recipes