পাঁঠার মাংসের কোর্মা (Mutton Korma recipe in Bengali)

Mousumi Das
Mousumi Das @cook_30383205
কলকাতা

#nsr
আজকে আরো একটা আমার ভীষণ পছন্দের রান্না তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম । দেখতো তোমাদের ভালো লাগে কি না!

পাঁঠার মাংসের কোর্মা (Mutton Korma recipe in Bengali)

#nsr
আজকে আরো একটা আমার ভীষণ পছন্দের রান্না তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম । দেখতো তোমাদের ভালো লাগে কি না!

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

দেড় ঘণ্টা
৭-৮ জনের জন্য
  1. ১ কেজি পাঁঠার মাংস
  2. ২ কাপ দই
  3. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  4. ২ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  5. ২টেবিল চামচ ধনে গুঁড়ো
  6. ১ চা চামচ জিরা গুঁড়ো
  7. ১ চা চামচ নুন
  8. ১/২ চা চামচচিনি
  9. স্বাদ মতগোল মরিচ গুঁড়ো (চাইলে নাও দিতে পারেন)
  10. ১ টেবিল চামচ আদা বাটা
  11. ১ টেবিল চামচ রসুন বাটা
  12. পরিমাণ মতগরম মশলা গুঁড়ো (৪ টি লবঙ্গ + ২ ইন্চি দারচিনি + ৬ টি ছোটো এলাচ + ২ টি বড়ো এলাচ + ১/২ চামচ গোটা গোল মরিচ)
  13. ১ কাপ সর্ষের তেল
  14. ৬ টি মাঝারি পেঁয়াজ কুচি
  15. ২ চা চামচ পোস্ত
  16. ২ টি তেজপাতা
  17. ১/২ চা চামচ জয়িত্রী গুঁড়ো
  18. ১/৪ চা চামচ জায়ফল গুঁড়ো
  19. ৩ টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

দেড় ঘণ্টা
  1. 1

    মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দই, হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, নুন, চিনি, গোল মরিচ গুঁড়ো, আদা বাটা বাটা, রসুন বাটা আর গরম মশলা গুঁড়ো দিয়ে জাড়িয়ে ৩ ঘন্টা হিমঘরে রেখে দিন।

  2. 2

    তেলে পিঁয়াজ ভেজে তুলে রাখুন। ভাজা পিঁয়াজ আর পোস্ত বেটে নিন।

  3. 3

    পিঁয়াজ ভাজার তেলে তেজপাতা ফোড়ন দিয়ে তাতে জাড়ানো মাংস টা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তাতে পিঁয়াজ আর পোস্ত বাটা টা যোগ করে ১ কাপ জল দিয়ে ভালো করে কষিয়ে তেল ছাড়া ছাড়া হলে মাংস প্রেসার কুকারে দিয়ে প্রয়োজন মতো জল দিয়ে সিদ্ধ করে নিন।

  4. 4

    তারপর প্রেসার কুকার খুললে জয়িত্রী গুঁড়ো, জায়ফল গুঁড়ো আর ঘি দিয়ে আরো কিছুক্ষণ ঢিমে আঁচে ঢাকা দিয়ে রেখে গ্যাস বন্ধ করে দিন। মাংস খাওয়ার জন্য প্রস্তুত। গরম গরম রুটির সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mousumi Das
Mousumi Das @cook_30383205
কলকাতা

Similar Recipes