বাটি ডিম পোস্ত। (Bati Dim Posto)

Ruby Bose
Ruby Bose @rubyz2

বাটি ডিম পোস্ত। (Bati Dim Posto)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
৪ জন
  1. ৮ টা ডিম।
  2. ২ টি পিয়াজ কুঁচি।
  3. ৬ +৪ কাঁচাল্ংকা।
  4. ৬ চামচ পোস্ত।
  5. স্বাদমতোনুন
  6. ১/২ চামচ হলুদ গুঁড়ো।
  7. ১ চামচ কাশ্মীরি লংকার গুঁড়ো।
  8. প্রয়োজন মতোসরষের তেল ।
  9. ৮ টি গোটা কাজুবাদাম,
  10. ১০টি কিসমিস।
  11. একটি ঢাকা দেওয়া বাটি।

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি। ডিম গুলো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লংকার গুঁড়ো দিয়ে মেখে সরষের তেলে হালকা করে ভেজে তুলে রেখেছি।

  2. 2

    কাজুবাদাম ও কিসমিস জলে ভিজিয়ে রাখতে হবে।

  3. 3

    পোস্ত শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে তার মধ্যে কাঁচাল্ংকা নুন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লংকার গুঁড়ো, ভেজানো কাজুবাদাম ও কিসমিস দিয়ে অল্প জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি

  4. 4

    ঢাকা দেওয়া বাটিতে সরষের তেল দিয়ে তার মধ্যে পিয়াজ কুঁচি, তৈরী করা পোস্তর পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ভাজা ডিম গুলো, চেরা কাঁচাল্ংকা, অল্প জল দিয়ে বাটিটা ঢেকে দিয়েছি।

  5. 5

    একটি বড় কড়াইতে জল দিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে তার উপরে ঢাকা বাটিটা বসিয়ে মিডিয়াম ফ্লেমে ১৫ মিনিট স্টিম করে নিয়েছি। হয়ে গেলে নামিয়ে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে প্লেটে সাজিয়ে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ruby Bose
Ruby Bose @rubyz2
আমি রান্না করতে খুব ভালোবাসি।নতুন নতুন রান্না করা আমার শখ ও তার সাথে এক্সপেরিমেন্ট ও চলতে থাকে। বলা বাহুল্য খেতে ও ভালোবাসি।বিভিন্ন ধরনের আর নানা দেশের খাবার চেখে দেখা আমার দুর্বলতা বটে।
আরও পড়ুন

Similar Recipes