কামরাঙার চাটনি (kamrangar chutney recipe in Bengali)

Puja Adhikary (Mistu)
Puja Adhikary (Mistu) @mistimistu

#চাটনি
শেষ পাতে যদি একটু চাটনি থাকে খুব ভালো লাগে। তাই বানালাম কামরাঙা দিয়ে।

কামরাঙার চাটনি (kamrangar chutney recipe in Bengali)

#চাটনি
শেষ পাতে যদি একটু চাটনি থাকে খুব ভালো লাগে। তাই বানালাম কামরাঙা দিয়ে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
4জন
  1. 2 টাকামরাঙা
  2. স্বাদ মতচিনি
  3. পরিমাণ মততেল
  4. 1/2 চা চামচজিরা
  5. 1 টাশুকনো লঙ্কা
  6. স্বাদ অনুযায়ীনুন
  7. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  8. প্রয়োজন অনুযায়ীকাজু কিসমিস কুচি( ঐচ্ছিক)

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    প্রথমে কামরাঙা গুলো পছন্দ মতো শেপে কেটে নিন। তারপর ধুয়ে নিন।

  2. 2

    তারপর কড়াইয়ে তেল গরম করে কাজুবাদাম ও কিশমিশ দিয়ে দিন।জিরা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিন। এরপর কামরাঙা গুলো দিয়ে কিছু ক্ষণ নেড়ে নিন।

  3. 3

    এবার হলুদ গুড়ো সামান্য দিয়ে ভাল করে মিশিয়ে দিন। তারপর জল দিন পরিমাণমতো। এরপর কামরাঙা গুলো সেদ্ধ হয়ে এলে চিনি দিয়ে দিন। কাজু ও কিশমিশ দিয়ে দিন।

  4. 4

    এরপর নামিয়ে নিন ও শেষ পাতের খাবার হিসেবে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Puja Adhikary (Mistu)
আমি রান্না করতে ভালোবাসি। রান্না করে আমি খুব আনন্দ পায় ।
আরও পড়ুন

Similar Recipes