নলেন গুড়ের কেক (Nolen gurer cake recipe in Bengali)

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

#wd2
week2
আমি এই সপ্তাহে নলেন গুড়ের কেক করেছি ।

নলেন গুড়ের কেক (Nolen gurer cake recipe in Bengali)

#wd2
week2
আমি এই সপ্তাহে নলেন গুড়ের কেক করেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
8 জনের
  1. 2 টোডিম
  2. 80 গ্রামময়দা
  3. 20 গ্রামকর্নফ্লাওয়ার
  4. 1 টেবিল চামচগুঁড়ো দুধ
  5. 1 চামচবেকিং পাউডার
  6. 1/2 কাপগ্রেট করা নলেন গুড়ের পাটালি
  7. 1/2 কাপঝোলা নলেন গুড়
  8. 40 গ্রামবাটার
  9. 40 গ্রামসাদা তেল
  10. পরিমাণ মতো নলেন গুড়ের এসেন্স
  11. 1 টেবিল চামচসাদা চকো চিপস্
  12. 1 টেবিল চামচডার্ক চকো চিপস্
  13. 1 টাগ্রীজ করা কেক টিন

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে ময়দা, কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ আর বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে রাখতে হবে ।

  2. 2

    এরপর একটি মিক্সিং বোলে ডিম ভেঙে নিয়ে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে ডিমগুলো বিট করতে হবে । 1 মিনিট বিট করে তেল আর বাটার দিয়ে আবার 1 মিনিট বিট করতে হবে ।

  3. 3

    এবার এই ডিমের মিশ্রনের মধ্যে গ্রেট করা পাটালি আর ঝোলা নলেন গুড় দিয়ে চামচের সাহায্য মিশিয়ে একদম স্মুদ্ করে দিতে হবে ।

  4. 4

    এবার এই ডিমের মিশ্রনের মধ্যে ময়দার মিশ্রনটা অল্প অল্প করে দিয়ে কাট ফোল্ড মেথডে মেশাতে হবে । ওভার মিক্স করা যাবে না ।

  5. 5

    ভালো করে মেশাবার পর একটি গ্রিজ করা কেক টিনে কেকের মিশ্রনটা দিয়ে কয়েকবার ট্যাপ করে দিতে হবে যাতে ভেতরের এয়ার বাবল বের হয়ে যায় । ট্যাপ করার পর উপর থেকে দুরকম চকো চিপস ছড়িয়ে দিতে হবে ।

  6. 6

    এবার কনভেকশান মোডে 160℃ প্রিহিট করে 40 মিনিট বেক করে নিলে রেডি নলেন গুড়ের কেক।

  7. 7

    সার্ভ করার সময় উপর থেকে অল্প ঝোলা গুড় ছড়িয়ে দিতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

Similar Recipes