কড়াইশুঁটির ভাত (koraishutir bhat recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076


আজ আমি একটি সহজ রেসিপি কড়াই শুটি দিয়ে বানিয়েছি | এটি করা যেমন সহজ ,উপকরণও খুব সামান্য এবং চট জলদি হয়ে ও যায় | রোজকার ডাল ভাত অনেক সময় আমাদের কাছে একঘেঁয়ে লাগে | আলাদা করে ডাল তরকারি না করলেও এটি দিয়ে দিব্যি খাওয়া হয়ে যায় | স্বাদে ও বেশ ভালো | এখানে বাসমতিচাল ,মটরশুটি , সাদাতেল, নুন ,গোলমরিচ, সামান্য চিনি , কিসমিস কাজু আর সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে রান্নাটা তৈরী করেছি |

কড়াইশুঁটির ভাত (koraishutir bhat recipe in Bengali)


আজ আমি একটি সহজ রেসিপি কড়াই শুটি দিয়ে বানিয়েছি | এটি করা যেমন সহজ ,উপকরণও খুব সামান্য এবং চট জলদি হয়ে ও যায় | রোজকার ডাল ভাত অনেক সময় আমাদের কাছে একঘেঁয়ে লাগে | আলাদা করে ডাল তরকারি না করলেও এটি দিয়ে দিব্যি খাওয়া হয়ে যায় | স্বাদে ও বেশ ভালো | এখানে বাসমতিচাল ,মটরশুটি , সাদাতেল, নুন ,গোলমরিচ, সামান্য চিনি , কিসমিস কাজু আর সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে রান্নাটা তৈরী করেছি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫মিনিট
১ জন
  1. ১/২ কাপ বাসমতী চাল
  2. ১/৪ কাপ টাটকা মটরশুঁটি
  3. ১ চা চামচ নুন
  4. ১/২ চা চামচ চিনি
  5. ১/২ চা চামচ সাদাজিরা
  6. ১ চিমটি গরম মসলা (ঘরে তৈরি)
  7. ১ চা চামচ কিসমিস
  8. ১ চা চামচ কাজু
  9. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  10. ৩ চা চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১৫মিনিট
  1. 1

    একটা পাত্রে ৩ কাপ জল নুন ও ১ চা চামচ সাদাতেল দিয়ে ফুটিয়ে আধঘন্টা আগে ভিজিয়ে রাখা বাসমতি চাল সেদ্ধ করতে দেব | ৮০% সেদ্ধ হলে ভাতটা ফ্যান ঝরিয়ে একটা ছড়ানো থালায় ঠান্ডা করে নিলাম ।

  2. 2

    ভাত ঠান্ডা হয়ে ঝরঝরে হলে গ্যাসে কড়াই চাপিয়ে ৩ চা চামচ সাদা তেলে জিরা ফোড়ন দিলাম | এবার কাজু,কিসমিস ভেজে, মটরশুটি গুলিদিয়ে নুন চিনি গোলমরিচ গুঁড়া মিশিয়ে ভাত নাড়াচাড়া করে,সামান্য গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম | তৈরী হয়েগেল মটরশুটি দিয়ে পিজ রাইস |

  3. 3

    এবার গরম অবস্থায় একটা বাটিতে এই ভাত চেপে দিয়ে একটা প্লেটে ঢেলে পরিবেশন করলাম | এই পিজ রাইস শুধুই খাওয়া যায় | তবে আমি এর সাথে পাঁচ ফোড়ন দিয়ে ওলকপি ভাজা ও ধনেপাতার বড়া দিয়ে এটি পরিবেশন করেছি |
    বৃষ্টির দিনে এরকম একটি খাবার ডিনার হিসাবে বেশ ভালো লাগবে বলেই মনে হয় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

মন্তব্যগুলি

Similar Recipes