ছানা আলুর কালিয়া (chana aloor kalia recipe in Bengali)

Sukla Sil
Sukla Sil @Sukla4253

#KD
আজ আমি অপূর্ব স্বাদের ছানা আলুর কালিয়া বানিয়ে নিলাম। ছানার জল ব্যবহার করে। হরমোনাল ইমব্যালান্স, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, লো প্রেশার থাকলেও ছানার জল উপকারী। পেশি শক্ত করতে ও শরীরে রোগ প্রতিরোধ করতে ছানার জল সাহায্য করে।

ছানা আলুর কালিয়া (chana aloor kalia recipe in Bengali)

#KD
আজ আমি অপূর্ব স্বাদের ছানা আলুর কালিয়া বানিয়ে নিলাম। ছানার জল ব্যবহার করে। হরমোনাল ইমব্যালান্স, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, লো প্রেশার থাকলেও ছানার জল উপকারী। পেশি শক্ত করতে ও শরীরে রোগ প্রতিরোধ করতে ছানার জল সাহায্য করে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
২ জন
  1. ১৫০ গ্ৰাম ছানা
  2. ২ টি মাঝারিআলু
  3. ২ টি ছোট এলাচ
  4. ৪ টুকরো দারুচিনি
  5. ২ টি লবঙ্গ
  6. ১ টি টমেটো
  7. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  10. ১/৪ চা চামচ চিনি
  11. ১/৪ চা চামচ ঘি
  12. ১/৪ চা চামচ স্পেশাল গরম মশলা
  13. স্বাদ মত নুন
  14. পরিমাণ মত সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    আলু ছোট টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। ছানার জল ছেঁকে জল আলাদা করে রেখে দিতে হবে। এই জল ই ছানার কালিয়ার মধ্যে ব্যবহার করতে হবে। একটি কড়াই গরম করে, তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে, তেল গরম হলে, এলাচ, লবঙ্গ ও দারুচিনি একটু ফাটিয়ে, ফোড়ন দিতে হবে।

  2. 2

    ফোড়নের সুগন্ধ বেরোলে,এরমধ্যে জল ঝরানো আলু দিয়ে, লালচে করে ভেজে নিতে হবে।ভাজা হতে হতে আলু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে।এবার এরমধ্যে পরিমাণ মতো নুন ও একটি টমেটো চার টুকরো করে কেটে দিয়ে ভেজে নিতে হবে।

  3. 3

    টমেটো একেবারে গলে গেলে, এরমধ্যে জল ঝরানো ছানা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এরমধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে ছানার জল ঢেলে দিতে হবে। ছানার জল গ্ৰেভির পরিমাণের উপর নির্ভর করে দিতে হবে।

  4. 4

    যতটা গ্ৰেভি রাখতে চান, সেই পর্যায়ে চলে এলে, এরমধ্যে ১/৪ চামচ ঘি ও ১/৪ চামচ স্পেশাল গরম মসলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে, গ্যাসের ফ্লেম অফ করে, ৫ মিনিট ঢেকে রাখতে হবে। এবার গরম গরম ভাত রুটি ইত্যাদির সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sukla Sil
Sukla Sil @Sukla4253
https://youtube.com/channel/UCq9b2E6vs38zzAsUlvFT7_Q
আরও পড়ুন

Similar Recipes