পনির রাইস ও চিকেন টিক্কা বাটার মশালা

Anushka Ghosh
Anushka Ghosh @cook_16367455

পনির রাইস ও চিকেন টিক্কা বাটার মশালা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ জন
  1. পনির রাইস-এর জন‍্য,
  2. ২৫০ গ্ৰাম বাসমতি চাল
  3. পরিমান মতোগোটা গরম মশলা ( এলাচ, লবঙ্গ, দারচিনি)
  4. ১০০ গ্ৰামপনির(ছোট করে কুঁচনো)
  5. ১ টা পেঁয়াজ কুঁচি বেরেস্তা করা
  6. ১ টা গাজর কিউব করে কাটা
  7. ৫/৬ টা বি্নস ছোট করে কাটা
  8. ৪ চা চামচ ঘি
  9. ৩/৪ চা চামচ চিনি
  10. স্বাদমত নুন
  11. চিকেন টিক্কার জন‍্য,
  12. ২৫০ গ্ৰাম মুরগির মাংস/ চিকেন কিউব
  13. ১ চা চামচ আদা ও রসুন বাটা
  14. ১ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  15. ১&১/২ চা চামচ নুন
  16. ২ টেবিল চামচ টক দই
  17. সস এর জন‍্য,
  18. ৪/৫ টি টমেটো
  19. ২টি করে গোটা গরম মশলা(এলাচ ,দারচিনি, লবঙ্গ )
  20. ১ কুঁচিজয়িত্রী
  21. ১ টা ডুমো করা পেঁয়াজ
  22. ৮/৯টি কাজুবাদাম
  23. ২ টেবিল চামচ দুধের সর/ক্রীম
  24. ১ চা চামচআদা কুঁচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    পনির রাইস এর জন‍্য,চাল ভিজিয়ে ঝরঝরে ভাত করে রাখতে হবে।এবার গাজর,বিনস,পনির হালকা করে ঘি তে ভেজে ওতে নুন,চিনি দিতে হবে।অন‍্য একটা পাত্রে ঘি এর মধ‍্যে গরম মশলা ভেজে ঐ ঘি ও সব্জি ভাত এ মিশিয়ে ডাবল বয়েলার এ ভাপিয়ে নিলেই তৈরী পনির রাইস।

  2. 2

    চিকেন টিক্কার সমস্ত উপকরণ দিয়ে ম‍্যারিনেট করে ৩০ মিনিট রাখতে হবে ও প‍্যান এ তেল দিয়ে চিকেন একটু পোড়াপোড়া করে ভেজে তুলে নিতে হবে।এবার অন‍্য পাত্রে সস এর উপকরণ গুলি ১০ মিনিট ফুটিয়ে ঠান্ডা হলে পেস্ট করে ছেঁকে নিতে হবে।

  3. 3

    প‍্যান-এ সস দিয়ে ফুটে উঠলে মুরগির মাংস/ চিকেন দিতে হবে।স্বাদ ঠিক আছে কিনা দেখে নিয়ে সর/ক্রীম ফেটিয়ে দিয়ে অল্প নেড়ে নামিয়ে নিলেই তৈরী চিকেন টিক্কা বাটার মশালা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anushka Ghosh
Anushka Ghosh @cook_16367455

মন্তব্যগুলি

Similar Recipes