#হায়দ্রাবাদি মশলা চিকেন

Keya Nayak
Keya Nayak @cook_12214370

হায়দ্রাবাদি স্টাইল এ রান্না হায়দ্রাবাদি মশলা চিকেন। অত্যন্ত মশলাদার ও সুস্বাদু একটি রান্না। রুটি পরোটা, ভাত দিয়ে খাওয়া যায়।

#হায়দ্রাবাদি মশলা চিকেন

হায়দ্রাবাদি স্টাইল এ রান্না হায়দ্রাবাদি মশলা চিকেন। অত্যন্ত মশলাদার ও সুস্বাদু একটি রান্না। রুটি পরোটা, ভাত দিয়ে খাওয়া যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 জনের জন্যে
  1. 5পিস চিকেন
  2. 1/2 কাপবেরেস্তা
  3. 3টেবিল চামচ দই
  4. 1 চা চামচ আদা বাটা
  5. 1 চা চামচ রসুন বাটা
  6. 1/2চা চামচ হলুদ
  7. 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  8. 1 চা চামচ গরম মশলা গুঁড়ো
  9. 1টা পেঁয়াজ কুঁচি
  10. ১, ১/২ চা চামচ গোটা ধনে
  11. 1 চা চামচ জিরে
  12. 2 টি শুকনো লঙ্কা
  13. পরিমাণ মতোনুন
  14. 4টেবিল চামচ সাদা তেল
  15. 1 কাপউষ্ণ গরম জল

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    চিকেন ভালো করে ধুয়ে নিয়ে তার সাথে দই, বেরেস্তা গুঁড়ো করে, আদা রসুন বাটা ও নুন দিয়ে ম্যারিনেট করে 30 মিনিট রেখে দিতে হবে

  2. 2

    একটা শুকনো খোলায় ধনে, জিরে ও শুকনো লঙ্কা নেড়ে নিতে হবে। মিক্সিতে এই ভাজা মশলা, হলুদ,জল অল্প দিয়ে ও পেঁয়াজ কুচি দিয়ে পেস্ট বানাতে হবে।

  3. 3

    কড়া তে তেল দিয়ে ধনে জিরে পেস্ট দিয়ে কিছু ক্ষন কষে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে, তারপর ম্যারিনেট করা চিকেন দিয়ে দিতে হবে।

  4. 4

    5 মিনিট কষে নিতে হবে তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে আরও 5 মিনিট কষতে হবে। তেল ছাড়লে গরম জল 1 কাপ দিয়ে দিতে হবে।

  5. 5

    ফুটে উঠলে ঢাকা দিয়ে 10 মিনিট কম আঁচে রান্না করতে হবে।

  6. 6

    গ্রেভি ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Keya Nayak
Keya Nayak @cook_12214370

মন্তব্যগুলি

Similar Recipes