ডিমের সিঙ্গারা চাট

Tulika Santra
Tulika Santra @cook_12125974
Howrah

আমরা মাংসের সিঙ্গারা, মাছের সিঙ্গারা, আলুর পুর ভরা সিঙ্গারা খেয়েছি। একটু ভেবে দেখুন তো ডিমের সিঙ্গারা খেয়েছেন?? ডিমের পুর ভরা সিঙ্গারা নয় কিন্তু!!! পরিচিত প্রণালী থেকে বেরিয়ে এসে এক নতুন সিঙ্গারার খোঁজ দেবো আমার এই ডিমের সিঙ্গারার রেসিপি তে।

ডিমের সিঙ্গারা চাট

আমরা মাংসের সিঙ্গারা, মাছের সিঙ্গারা, আলুর পুর ভরা সিঙ্গারা খেয়েছি। একটু ভেবে দেখুন তো ডিমের সিঙ্গারা খেয়েছেন?? ডিমের পুর ভরা সিঙ্গারা নয় কিন্তু!!! পরিচিত প্রণালী থেকে বেরিয়ে এসে এক নতুন সিঙ্গারার খোঁজ দেবো আমার এই ডিমের সিঙ্গারার রেসিপি তে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
৩জন
  1. সিঙ্গারার খোলের জন্য :
  2. ৩ টে ডিম
  3. স্বাদ মতোনুন
  4. ১ চিমটি গোলমরিচ গুঁড়ো
  5. প্রয়োজনমতোতেল (ভাজার জন্য)
  6. ৪ চা চামচ মেয়নিজ
  7. পুরের জন্য :
  8. ২ চা চামচ বাটার
  9. ১/২ চা চামচ কুচি
  10. ১টা পিয়াঁজ (কুচি)
  11. স্বাদ মতনুন
  12. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  13. ১/২ চা চামচ গরম মশলা গুঁরো
  14. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  15. ৩টে ডিম সেদ্ধ
  16. ২ চা চামচ ধনে পাতা কুচি
  17. চাটের জন্য:
  18. ২ চা চামচ বাটার
  19. ১/২ চা চামচ রসুন কুচি
  20. ১টা টমেটো কুচি
  21. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  22. ১/২ চা চামচ জিরে গুঁড়া
  23. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  24. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়া
  25. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  26. স্বাদ মতোনুন
  27. সাজানোর জন্য:
  28. পরিমাণ মতোধনে পাতা কুচি
  29. পরিমাণ মতোলঙ্কা কুচি
  30. পরিমাণ মতোপিয়াঁজ কুচি

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    সিঙ্গারার খোলের জন্য প্রথমে ডিম ভেজে নিতে হবে। ডিম গুলি নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিতে হবে।

  2. 2

    এরপর তাওয়া তে তেল দিয়ে সমান মাপের গোল করে দুটি ডিমের পাতলা অমলেট করে নিতে হবে।

  3. 3

    এরপর অমলেট গুলির মাঝখান থেকে কেটে নিতে হবে।

  4. 4

    এবার পুর তৈরি করতে হবে। পুরের জন্য কড়াই তে বাটার দিয়ে পিঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মত নুন, হলুদ, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে পাতা কুচি দিয়ে কষতে হবে।

  5. 5

    তেল ছেড়ে বেরিয়ে এলে ডিম সেদ্ধ গুলি কুচি কুচি করে দিয়ে ম্যাশারে করে ম্যাশ করে মিশিয়ে দিতে হবে। পুর তৈরি।

  6. 6

    এরপর সিঙ্গারার চাটের জন্য কড়াই তে আবার বাটার দিয়ে রসুন কুচি, পিঁয়াজ কুচি, টমেটো কুচি ও নুন দিয়ে কষতে হবে।

  7. 7

    তেল ছাড়লে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে রান্না করতে হবে।

  8. 8

    টমেটো নরম হলে সামান্য জল দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে গ্রেভির মত করে নামিয়ে নিতে হবে।

  9. 9

    এবার একটি করে ডিমের স্লাইস নিয়ে সিঙ্গারার খোলের মত গড়ে মেয়নিজ দিয়ে সিল করে দিতে হবে নাহলে খুলে যাবে।

  10. 10

    সিঙ্গারার খোলের মধ্যে পুর দিয়ে মুখ টা সিঙ্গারার মত ভাঁজ করে মেয়োনিজ দিয়ে লাগিয়ে দিতে হবে।

  11. 11

    এই ভাবে পর পর সব কটি সিঙ্গারা বানিয়ে নিতে হবে।

  12. 12

    এরপর যে প্লেট এ সার্ভিং করা হবে ওই প্লেট এ গ্রেভি টা ঢেলে সিঙ্গারা গুলি বসিয়ে দিতে হবে।

  13. 13

    এরপর পিঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি ও সামান্য পুর ছড়িয়ে মাইক্রো ওভেন এ গরম করে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tulika Santra
Tulika Santra @cook_12125974
Howrah
professionally I'm Lawyer but cooking is my Hobby..
আরও পড়ুন

Similar Recipes