রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

  1. ৩ টে ডিম
  2. ১ টা মাঝারি মিডিয়াম সাইজের পিয়াঁজ
  3. ২-৩ চা চামচ কর্নফ্লাওয়ার
  4. ৩ টে আলু সেদ্ধ করা
  5. ১/২ চা চামচ হলুদ
  6. ১/২ চা চামচ ল্নকা গুঁড়া
  7. ১/৩ চা চামচ আমচুর পাউডার
  8. ১/২ চা চামচ চিকেন মশলা
  9. ২ চা চামচ ধনে পাতা কুচি
  10. ২ টো কাঁচা লঙ্কা কুচি
  11. ৩ টো ব্রেড এর চুরা
  12. স্বাদ অনুযায়ীনুন
  13. পরিমাণ মতোতেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ২ টো ডিম ও আলু সেদ্ধ করে নিতে হবে। তারপর ঠান্ডা হলে ডিম ও আলু ছুলে নিয়ে ডিম কে মধ্যে থেকে কেটে নিতে হবে বা নিজের ইচ্ছে মত গোটা ডিমের ও বানাতে পারো ।

  2. 2

    এবার আলু কে ভালো করে চটকে নিতে হবে ।ও বাকি সব উপকরণ মেশ করা আলু তে দিয়ে ভালো করে মিশিয়ে ণিতে হবে।

  3. 3

    তারপর একটা ডিম কে একটা বাটিতে ফেটে নিয়ে ওর মধ্যে কর্নফ্লাওয়ার ও একটু নুন দিয়ে ভালো করে ফেটে নিতে হবে।

  4. 4

    এবার সেদ্ধ করা ডিমে মশলা আলু কে দিয়ে ডিম ঢেকে দিতে হবে।

  5. 5

    তারপর মশালা আলু মাখানো ডিম কে ডিমের ঘোলে ডুবিয়ে তারপর ব্রেড চুরা লাগিয়ে নিতে হবে।

  6. 6

    এবার কড়াইতে তেল গরম হলে ডিম গুলো ছেরে দিয়ে ব্রাউন করে ভাজতে হবে। ভাজা হলে নামিয়ে নিন ও থালায় সাজিয়ে পরিবেশন করুন। ডিমের ডেভিল জে কোন চাটনির সাথে খেতে খুবই সুস্বাদু ও মজার।

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

মন্তব্যগুলি

দ্বারা রচিত

Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes