রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
4জনের জন্য
  1. 1 টা কাঁচকলা লম্বা টুকরো করে কাটা
  2. 1 টা করলা লম্বা টুকরো করে কাটা
  3. 1 টা আলু লম্বা টুকরো করে কাটা
  4. 1 টা বেগুন লম্বা টুকরো করে কাটা
  5. 1 টা মুলো লম্বা টুকরো করে কাটা
  6. 1/4ভাগ পেঁপে লম্বা করে কাটা
  7. 50 গ্ৰাম বড়ি
  8. 1 টেবিল চামচ রাঁধুনি বাটা
  9. 1/2 কাপসর্ষে তেল
  10. 1/2 চা চামচ গোটা রাঁধুনি
  11. 2 টো তেজ পাতা
  12. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  13. 2 টো শুকনো লঙ্কা
  14. 2 টো কাঁচা লঙ্কা
  15. 1 কাপদুধ
  16. 1/2 চা চামচ জিরে গুঁড়ো
  17. 1/2 চা চামচ ধনে গুঁড়ো
  18. 1 টেবিল চামচ ভাজা মসলা

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    প্রথমে কড়াইতে তেল দিয়ে গরম করে বড়ি ও করলা ভেজে তুলে রাখতে হবে,

  2. 2

    এরপর কড়াইতে আবার তেল দিয়ে ওরমধ্যে শুকনো লঙ্কা,তেজপাতা,রাঁধুনি ফোড়নদিয়ে কেটে রাখা সব্জি গুলো দিতে হবে । ভালো করে ভাজতে হবে ।

  3. 3

    ভাজা হলে ওর মধ্যে হলুদ গুঁড়ো,জিরে গুঁড়ো,ধনেগুঁড়ো,রাঁঁধুনিবাটা,স্বাদমতো নুন দিয়ে ভালোকরে কষিয়ে প্রয়োজন মতো জল দিয়ে সব্জি সেদ্ধ করে নিতে হবে ।

  4. 4

    এরপর ওরমধ্যে বড়ি ও এককাপ দুধদিয়ে ফুটিয়ে ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি শুক্তো

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sudeshna Chakraborty
Sudeshna Chakraborty @cook_17062761

মন্তব্যগুলি

Similar Recipes