ভিন্ডি দহি কড়ি

Jayanwita Mukherjee
Jayanwita Mukherjee @cook_15445132

#কারি_এবং_ গ্রেভি_রেসিপি
এটি খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি গ্রেভি রেসিপি

ভিন্ডি দহি কড়ি

#কারি_এবং_ গ্রেভি_রেসিপি
এটি খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি গ্রেভি রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
2জন
  1. 100 গ্রামভেন্ডি বা ঢেঁড়স
  2. 50 গ্রামটক দই
  3. 2 গ্রামশুকনো লঙ্কা গুঁড়ো
  4. 1 গ্রামআদা কুচি
  5. 1 গ্রামরসুন কুচি
  6. 1 গ্রামশুকনো লঙ্কা(গোটা)
  7. 1 গ্রামহলুদ গুঁড়ো
  8. 1 গ্রামগোটা জিরে
  9. সামান্য হিং
  10. 20 গ্রামবেসন
  11. 10 গ্রামঘি
  12. 50 গ্রামসরষের তেল
  13. স্বাদমতো নুন
  14. স্বাদমতো চিনি

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    প্রথমে কড়াইয়ে তেল করে ভিন্ডি গুলো ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    এরপর ওই তেলেই শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে রসুন ও আদা কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে।

  3. 3

    এরপর ওর মধ্যে হিং শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিতে হবে এবং দই টাও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে দিতে হবে। এই সময় স্বাদমতো নুন চিনি দিতে হবে।

  4. 4

    খুব সামান্য জল দিয়ে 10 মিনিট রান্না করতে দিতে হবে।

  5. 5

    এরপর বেসন টা খুব সামান্য জল দিয়ে গুলে ওর মধ্যে দিয়ে আরো 10 মিনিট রান্না করে ভেজে রাখা ঢেঁড়স গুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ভিন্ডি দহি কড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jayanwita Mukherjee
Jayanwita Mukherjee @cook_15445132

Similar Recipes